দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় ট্রাক শ্রমিক সমবায় সমিতি লিঃ এর আয়োজনে আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়ন বগুড়ার নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে সংবর্ধনা দেয়া হয়েছে।
তালোড়া রেলঘুমটি এলাকায় সমিতির কার্যালয়ে নব নির্বাচিত কমিটির সভাপতি রাসেল মন্ডল ও সাধারণ সম্পাদক মিন্টু খানের হাতে সমিতির নেতৃবৃন্দ ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা প্রদান করেন। এ সময় আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত কমিটির কার্যকরি সভাপতি আলহাজ্ব ইজান আলী, সহসভাপতি দুলাল মিয়া, শাজাহান আলী, রেজাউল করিম রুমান, সহসাধারণ সম্পাদক সেলিম খন্দকার, আজিজ উদ্দীন, কামরুল ইসলাম, কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আল আমিন, তালোড়া পৌরসভার সাবেক মেয়র আব্দুল জলিল খন্দকার, সাবেক প্যানেল মেয়র সৈয়দ আবু হাসান, তালোড়া ট্রাক শ্রমিক সমবায় সমিতি লিঃ এর সভাপতি মামুন আলী প্রাং, সাধারণ সম্পাদক জয়নাল ফকির, ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সদস্য হাবিবুর রহমান হান্নানসহ আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও সমিতির সদস্যগণ উপস্থিত ছিলেন।
সংর্বধনা অনুষ্ঠানের শুরুতে তালোড়া ট্রাক শ্রমিক সমবায় সমিতি লিঃ এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মরহুম হাসানুর রহমান লাল্টুর রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।