মোঃ এনামুল হক, মোংলা রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফার লিফলেট বিতরণ ও পথসভা করেছেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শেখ আব্দুল হালিম খোকন। বাগেরহাটের রামপালের ভোজপাতিয়া বাজারে শুক্রবার বিকেলে এই কর্মসূচি পালন করেন তিনি। এ সময় স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশ্য শেখ আব্দুল হালিম খোকন বলেন, জনগন আগামীতে রাষ্ট্র কাঠামো মেরামতের দায়িত্ব বিএনপিকে দিলে তার নেতা তারেক রহমান সঠিকভাবে দেশ পরিচালনা করবে। ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনাকে এই দেশে আর ঠাঁই না দিতে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ারও আহবান জানান তিনি। খোকন বাগেরহাটের মোংলা-রামপাল (বাগেরহাট-০৩ আসন) নির্বাচন করতে প্রতিদিনই সভা সমাবেশ করে জনগনের আস্থা অর্জন করে চলেছেন।
এ পথসভায় আরো বক্তব্য রাখেন ভোজপাতিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি তরফদার এনামুল হক প্রিন্স, সাধারণ সম্পাদক আল আমিন শেখ ও সাবেক সহসাংগঠনিক সম্পাদক শেখ আঃ হান্নান।