ভারতের তামিলনাড়ুতে একটি বেসরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। বৃহস্পতিবার রাতে এ আগুন লাগে। অগ্নিকাণ্ডে শিশুসহ কমপক্ষে ৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
তবে কীভাবে আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি।
আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাশাপাশি সাধারণ মানুষ থেকে শুরু করে পুলিশ, চিকিৎসকরাও কাজ করেছেন। করেছেন হাসপাতাল থেকে অসুস্থ রোগীদের উদ্ধারের কাজও।
জানা যায়, অগ্নিকাণ্ডে নিহত সাতজনের মধ্যে তিনজন পুরুষ ও তিনজন নারী এবং একজন শিশু। আর এ ঘটনায় গুরুতর আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উল্লেখ্য, কয়েকদিন আগেও ভারতে ইএসআই হাসপাতালে অগ্নিকাণ্ড ঘটে। তারও আগে ২০১৮ সালে একই হাসপাতালের মেডিসিন স্টোররুমে আগুন লেগেছিল। এবার তামিলনাড়ুর হাসপাতালে ফিরল আগুন আতঙ্ক।