বগুড়ার আদমদীঘির মুরইল মহাসড়কে তেলবাহী লরীর ধাক্কায় পথচারী হীরেন্দ্রনাথ বর্মন (৫৫) নিহত হয়েছে। গত ৬ মে সোমবার বেলা ৩ টায় উপজেলার মুরইল শহীদ মিনারের সামনে এ ঘটনা ঘটে।নিহত হীরেন্দ্রনাথ উপজেলার নশরতপুর ইউনিয়নের পুশিদা হিন্দু পাড়ার মৃত বীরেন্দ্রনাথ বর্মনের ছেলে
স্থানীয়রা জানায়, হীরেন্দ্রনাথ বর্মন সোমবার দুপুরের খাবার খেয়ে মুরইল বাজার সন্ন্যাস তলি মন্দির এর উদ্দেশ্যে রওনা হয়। বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির মুরইল সন্ন্যাস তলির নিকট পৌছলে তৈলবাহী লরির ধাক্কা লেগে ঘটনাস্থলে মারা যায়। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী সড়ক দূর্ঘটনার কথা নিশ্চিত করে বলেন অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
একাত্তরের দেশ