মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
গাইবান্ধার কামারজানিতে বালু মহাল ঘোষণার প্রতিবাদে মানববন্ধন ফুলবাড়ীতে তন্ত্র-মন্ত্রের খেলা ‘পাতা খেলা’ অনুষ্ঠিত বাগেরহাটে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির নামে লটারি পদ্ধতি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ আগৈলঝাড়ায় স্বামীর মৃত্যুর সংবাদ শুনে স্ত্রীর মৃত্যু। জামায়াতের আমীরের আগমন উপলক্ষে গাইবান্ধায় সাংবাদিকদের সাথে মতবিনিময় দুপচাঁচিয়া উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সাহিত্য প্রেমী ও দক্ষ সংগঠক সিরাজুল হক মন্টুর গল্প নন্দীগ্রামে চালককে মারপিট করে ইজিবাইক ছিনতাই সান্তাহার প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটিকে সংবর্ধনা প্রদান বাগেরহাটে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার

বাগেরহাটের রামপালে জনপ্রশাসন সংস্কার কমিশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

এ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি
  • আপডেট টাইম বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ১৩

 

এ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি || বাগেরহাটের রামপালে উপজেলা পর্যায়ে কর্মকর্তা ও গণ্যমান্য ব্যাক্তিবর্গের সাথে ‘জনপ্রশাসন সংস্কার কমিশন’এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) বিকাল ৩ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আ. মুয়ীদ চৌধুরী, সদস্য ডক্টর মোকলেস উর রহমান, ডক্টর মো. আয়ুব মিয়া, প্রফেসর ডক্টর সৈয়দা শাহীনা সোবহান, ডক্টর রিজওয়ান খায়ের, ফিরোজ আহমেদ, মেহেদী হাসান, খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার, বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান, রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আফতাব উদ্দিন, শরাফপুর কারামতিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা অলিউর রহমান, সোনাতুনিয়া আজিজিয়া ডিগ্রী মাদরাসার অধ্যক্ষ মাওলানা আ. আজিজ, পেড়িখালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সংকর কুমার শিকদার, সোনাতুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহসিন হোসেন, ফয়লাহাট কামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী জাহাঙ্গীর আলম, গোবিন্দপুর ডিগ্রী মাদরাসার অধ্যক্ষ ইউনুস আলী, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. সাদ্দাম হোসেন, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, সিনিয়র সহসভাপতি মোতাহার মল্লিক, প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আসাদুজ্জামান, প্রধান শিক্ষক প্রবীর বিশ্বাস, কৃষক চপল সরকার প্রমুখ।
সভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান বলেন, জুলাই-আগষ্টের বিপ্লবে শহীদদের আত্মত্যাগের মাধ্যমে জনবান্ধব জনকল্যাণমূলক একটি অন্তর্বতী সরকার কাজ করছে। প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে ময়লা জমে আছে। আপনাদের সকলের বক্তব্যে সেটি তুলে ধরেছেন। আপনাদের সংস্কার প্রস্তাবগুলো নিয়ে আমরা কাজ শুরু করেছি। আগামীতে আপনাদের সুচিন্তিত মতামতে তুলে ধরা তথ্যগুলো খতিয়ে দেখে তারই আলোকে প্রশাসনে সংস্কার করা হবে। এর পূর্বে সংস্কার কমিশনের প্রধানসহ অন্যান্য কর্মকর্তা রামপালের ঝনঝনিয়ায় নির্মিত বহুল প্রতীক্ষিত ‘আমাদের গ্রাম ক্যান্সার কেয়ার’ প্রকল্প পরিদর্শন। তারা প্রকল্প পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।#

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com