ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ক্যারিয়ারে ইতোমধ্যে উপহার দিয়েছেন অসংখ্য হিট নাটক। শুধু তাই নয়, ওয়েব ফিল্মেও নিজের অভিনয়গুণে নজর কেড়েছেন দর্শকদের।
বিভিন্ন আন্তজার্তিক চলচ্চিত্র উৎসব ঘুরে এসে এবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে মেহজাবীন চৌধুরীর সিনেমা ‘প্রিয় মালতী’।
সিনেমার প্রযোজনা সংস্থা চরকি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শিগগিরই ‘প্রিয় মালতী’র মুক্তির তারিখ ঘোষণা করা হবে।
১৫ বছরের ক্যারিয়ারে দেশের প্রেক্ষাগৃহে প্রথমবার নিজের সিনেমা মুক্তির খবরে স্মৃতি কাতর হয়ে পড়েন মেহজাবীন। শঙ্খ দাশগুপ্তের গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় সিনেমায় মেহজাবীন অভিনয় করেছেন নাম ভূমিকায়।
ওটিটি প্লাটফর্ম চরকির সঙ্গে ফ্রেম পার সেকেন্ড যৌথভাবে প্রযোজনা করেছে ‘প্রিয় মালতী’। ‘প্রিয় মালতী’ মেহজাবীন অভিনীত দ্বিতীয় সিনেমা। এর আগে ‘সাবা’ সিনেমায় অভিনয় করেছেন মেহজাবীন।
এরই মধ্যে সিনেমাটি কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়াতে দেখানো হয়েছে। মেহজাবীন বলেন, ‘সিনেমাটি আন্তর্জাতিক দর্শকদের প্রশংসা পেয়েছে, কিন্তু আমি অপেক্ষা করছি দেশের দর্শকদের সিনেমাটি দেখানোর জন্য। তাদের প্রতিক্রিয়া আমার কাছে অমূল্য।’
এ সিনেমায় অভিনেত্রীকে দেখা যাবে নিম্ন- মধ্যবিত্ত ঘরের একজন লড়াকু নারী চরিত্রে। নেটদুনিয়ায় আগেই মুক্তি পায় এ সিনেমার টিজার। যেখানে অনেক রহস্য খুঁজে পাবেন দর্শক, মনে উঁকি দেবে নানা প্রশ্ন।
প্রসঙ্গত, ‘প্রিয় মালতী’সিনেমা একসঙ্গে প্রেক্ষাগৃহ ও ওটিটি প্লাটফর্মে মুক্তি পাচ্ছে। এ সিনেমায় মেহজাবীনের সঙ্গে আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভী রিজুর মতো তারকারা। আশা করা হচ্ছে, চলতি মাসেই বড়পর্দায় মুক্তি পেতে পারে ‘প্রিয় মালতী’।