পীরগঞ্জ প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে রেলওয়ের জমি লিজ নেওয়া পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
বুধবার দুপুর রেললাইনের সংলগ্ন গুড্ডি রেস্টুরেন্ট এর অবৈধ উচ্ছেদ করেন। অপরদিকে আগামী শনিবার পাশ্বের কয়েটি দোকানকে অন্যত্র সরিয়ে নিতে আদেশ প্রদান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রমিজ আলমের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
এসময় পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহজালাল সাজু, পীরগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক বিষ্ণুপদ রায়, পৌরসভার লাইসেন্স ইন্সপেক্টর আকবর আলী, পাইলট স্কুলের অভিভাবক সদস্য সাজেদুর রহমান লিটন, সাংবাদিক, আনসার সদস্যসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রমিজ আলম বলেন, সরকারি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলমান থাকবে। পর্যায়ক্রমে অন্যান্য এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।