এনামুল হক, মোংলা বন্দর প্রতিনিধি রুপসা মুনছুর স্মৃতি সংঘের আয়োজনে কাজদিয়া কলেজিয়েট স্কুল মাঠ প্রাঙ্গনে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
৩০ শে নভেম্বর ২০২৪, ফাইনাল এই টুর্নামেন্টে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দক্ষিণ খুলনার কৃতি সন্তান, জননন্দিত নেতা, বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও খুলনা ৪ আসনের ধানের শীষের কান্ডারী জনাব আজিজুল বারী হেলাল-
টুর্নামেন্টের বিশেষ অবদান রাখেন, রুপসি রুপসার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী ও দানবীর, যুক্তরাজ্য লন্ডন প্রবাসী, আন্তর্জাতিক গনতান্ত্রিক মানবাধিকার সংগঠনের যুক্তরাজ্যের সহ-সাংগঠনিক সম্পাদক জনাব বিলাস হালদার-
টুর্নামেন্ট শেষে অনুর্ধ্ব ১৪ দলের তরুণ ফুটবলারকে একটি বাইসাইকেল উপহার দেন, বিলাস হালদার এর পক্ষ থেকে শ্যামলী বিলা ও একমাত্র পুত্র জুনিয়র বাঁধন।
আহমেদ কবির চাইনিজ এর সার্বিক পরিচালনা ও সভাপতিত্বে উক্ত স্মৃতি সংঘ এর পক্ষ থেকে আজিজুল বারি হেলাল এর হাত থেকে বিলাস হালদার এর পক্ষে সন্মানি ক্রেস্ট তার সহধর্মিণী শ্যামলী বিলা ও বিলাস হালদার এর একমাত্র পুত্র জুনিয়র বাধন হালদার উক্ত ক্রেস্ট গ্রহণ করেন। এ সময়ে খুলনা ৪ আসনের ধানের শীষের কান্ডারী আজিজুল বারি হেলাল বিলাস হালদার এর পরিবার এর প্রতি স্নেহ ও আশির্বাদ জ্ঞ্যপন করেন।বিলাস হালদার আন্তর্জাতিক গনতান্ত্রিক মানবাধিকার সংগঠন যুক্ত রাজ্য এর সহ সাংগঠনিক সম্পাদক এবং হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যান ফ্রন্টের খুলনা জেলা ভাইস প্রেসিডেন্ট এছাড়া উনি যুক্তরাজ্য বিএনপির সদস্য, রুপসা উপজেলা বিএনপির সন্মানিত সদস্য। সকল স্তরের জনগনের কাছে স্নেহ ধন্য ও আশির্বাদ পুষ্ট বিলাস হালদার একজন স্বচ্ছ রাজনৈতিক ব্যাক্তিত্ব।