পীরগঞ্জ প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণী শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে পীরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্লাস রুমে শিক্ষার্থীদের এ বিদায় সংবর্ধনা হয়।
বিদায় অনুষ্ঠানে বক্তব্য দেন, পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারুল বেগম, পীরগঞ্জ প্রেসক্লাবের
সাধারণ সম্পাদক নূসরতে খোদা রানা, অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাজিউর রহমান রাজা, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক বিষ্ণুপদ রায়, অভিভাবক আকবর আলি, সাংবাদিক বাদল হোসেন প্রমুখ। এসময় শিক্ষক, অভিভাবক, সাংবাদিক ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে বিদায়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পরীক্ষার শিক্ষা সামগ্রী প্রদান করা হয়।