এইচ এম মিলন,কালকিনি-ডাসার(মাদারীপুর)ঃ
পূবালী ব্যাংক পিএলসি মাদারীপুরের কালকিনি উপ-শাখার প্রচলিত ব্যাংকি সেবার পাশাপাশি গ্রাহকদের সময়ের দাবি হিসেবে শরীয়াহ ভিত্তিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে পূবালী ইসলামী ব্যাংকিং কর্ণারের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান উদ্বোধন করেন পূবালী ব্যাংক পিএলসির ফরিদপুর অঞ্চলের অঞ্চলন প্রধান ও ডিজিএম মোহাম্মদ হাফিজুর রহমান সরদার। এছাড়া উপস্থিত ছিলেন শিক্ষক মোঃ হুমায়ন হোসেন, ব্যবসায়ী হেমায়েত হাওলাদার, ঠিকাদার মোঃ বিল্লাল সরদারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগন, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, সম্মানিত গ্রাহক ও শুভানুধ্যায়ীগন। উক্ত উপস্থিত গ্রাহকগন প্রচালিত ব্যাংকি এর পাশাপাশি পূবালী ইসলামী ব্যাংকিং কর্ণার উদ্বোধন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।