মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম
বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থার মাধ্যমে নিরাপদ পানি নিশ্চিতকরণ প্রকল্পের শিখন অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত মোংলায় ৪০টি গীর্জায় উদযাপিত হচ্ছে শুভ বড়দিন বাগেরহাটের রামপালে ইউপি চেয়ারম্যান নাসির উদ্দীন বরখাস্ত ‎আগামীর বাংলাদেশ হবে সাম্যের ‎-জামায়াত আমীর ডা. শফিকুর রহমান দুপচাঁচিয়ায় সাকিবকে মারপিটের ঘটনায় মানববন্ধন কর্মসূচী পালিত দুপচাঁচিয়ায় ওএমএস ডিলার নিয়োগে লটারী অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই রাখাল নিহত গাইবান্ধার কামারজানিতে বালু মহাল ঘোষণার প্রতিবাদে মানববন্ধন ফুলবাড়ীতে তন্ত্র-মন্ত্রের খেলা ‘পাতা খেলা’ অনুষ্ঠিত বাগেরহাটে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির নামে লটারি পদ্ধতি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

জাফরপুর রেল ষ্টেশনে দু’টি ট্রেনের যাত্রাবিরতির দাবীতে মানববন্ধন

আতিউর রাব্বী তিয়াস, আক্কেলপুর জয়পুরহাট
  • আপডেট টাইম বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ৪১

 

আক্কেলপুর (জয়পুরহাট) সংবাদদাতা: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের জাফরপুর রেল ষ্টেশনে রাজশাহী-চিলাহটিগামী বরেন্দ্র ও তিতুমীর এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বেলা সাড়ে ১১ টায় জাফরপুর রেল ষ্টেশনে এলাকাবাসীর আয়োজনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির জলবাযু বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ ফার্টিলাইজার এ্যাসোসিয়েশন (বিএফএ) পরিচালক লায়ন সিরাজুল ইসলাম বিদ্যুৎ।

তিনি বলেন, বিগত দিনে এই ষ্টেশনের লোকাল ট্রেন যাত্রাবিরতি করতো। সেই সময় “ফটিন ডাউন, সকিনা, শ্যাটাল ও আমনুরা” ট্রেন যাত্রাবিরতি করত। তখন উত্তরা ট্রেন এখানে দাঁড়াতো না। আমরা সেই সময় অনেক সংগ্রাম করে উত্তরা ট্রেন দাঁড় করিয়েছিলাম। এই এলাকার হাজার হাজার শিক্ষার্থী রাজশাহীতে পড়াশোনা করে, তাঁদের যাতায়াতের সুবিধার্থে এই ষ্টেশনে ওই দুটি ট্রেনের যাত্রাবিরতির দাবী স্থানীয়দের।
তিনি আরো বলেন, আমরা ঢাকার ও খুলনার ট্রেন চাইনা। আমরা রাজশাহী বিভাগের লোক, রাজশাহীতে ট্রেনে চরে আমাদের ছেলে মেয়েরা পড়াশোনা করতে যাবে। যদি এই ষ্টেশনে বরেন্দ্র ও তিতুমীর আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতি না দেওয়া হয় তাহলে আগামী দিনের কর্মসূচীতে আক্কেলপুর থেকে তিলকপুর পর্যন্ত রেল লাইনে আমরা শুয়ে পরবো, তবুও আমরা এই ষ্টেশনে যাত্রা বিরতি করেই ছাড়বো।
এসময় মানববন্ধনে সোনামুখী ইউনিয়নের চেয়ারম্যান ডি.এম রাহেল ইমাম, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি রায়হান খাঁন, সাবেক ইউপি সদস্য আব্দুল মজিদ আবুল,ছাত্র নেতা ইসতিয়াক আহাম্মেদ ইমন সহ স্থানীয় লোকজনের সাথে শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আক্কেলপুর রেল ষ্টেশনের সহকারী ষ্টেশন মাষ্টার হাসিবুল হাসান বলেন, জাফরপুর রেল ষ্টেশনের যাত্রাবিরতির জন্য মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। তবে এবিষয়ে কেউ আমাকে কোন স্মারকলিপি দেয়নি। হয়তবা তাঁরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে পারে বলে তিনি জানান।

 

 

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com