বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
বাগেরহাট থেকে আটক হলো জাহাজে ৭ জনকে কুপিয়ে হত্যা মামলার আসামি ফুলবাড়ীতে ১৯৯ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারী আটক গাইবান্ধায় ১ হাজার দুস্থ মানুষ পেলেন শীতবস্ত্র গাইবান্ধায় বড় দিন উদযাপিত দুপচাঁচিয়ায় ট্রান্সফরমার চোর সদস্যের দুই সদস্য গ্রেপ্তার সহ মালামাল উদ্ধার বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থার মাধ্যমে নিরাপদ পানি নিশ্চিতকরণ প্রকল্পের শিখন অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত মোংলায় ৪০টি গীর্জায় উদযাপিত হচ্ছে শুভ বড়দিন বাগেরহাটের রামপালে ইউপি চেয়ারম্যান নাসির উদ্দীন বরখাস্ত ‎আগামীর বাংলাদেশ হবে সাম্যের ‎-জামায়াত আমীর ডা. শফিকুর রহমান দুপচাঁচিয়ায় সাকিবকে মারপিটের ঘটনায় মানববন্ধন কর্মসূচী পালিত

গাইবান্ধায় ছাত্রদলের প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি

মাহমুদুল হাবিব রিপন গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট টাইম রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ৯২

 

গাইবান্ধা প্রতিনিধি মাহমুদুল হাবিব রিপন বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের আমলে সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে গাইবান্ধায় প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

সংগঠনটির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার সকালে শহরের সার্কুলার রোডে জেলা কার্যালয়ে অবস্থান নেয় নেতাকর্মীরা। এসময় তারা নিষিদ্ধ ছাত্রলীগের বিচারের দাবিসহ বিভিন্ন স্লোগান দেন।
গাইবান্ধা জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া আলম জিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেকের সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তী বিভিন্ন সময়ে, বিশেষ করে বিগত ১৫ বছরের স্বৈরাচারী শাসনামলে বাংলাদেশ ছাত্রলীগ সারাদেশের ক্যাম্পাসগুলোতে হত্যা, নির্যাতন, নিপীড়ন, ছাত্রাবাসে সিট-বাণিজ্য, টেন্ডারবাজি, ধর্ষণ-যৌন নিপীড়নসহ সব ধরনের অপকর্ম করেছে। এসব অপকর্ম করে তারা ছাত্র রাজনীতিকে কলুষিত করেছে। আমরা অবিলম্বে এসব অপকর্মে জড়িত নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী ও তাদের সহযোগীদের গ্রেপ্তার করে বিচারের দাবি জানাই।
অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য দেন ছাত্রদলের শহর শাখার আহবায়ক সুজন পাটোয়ারী, সদর উপজেলা আহবায়ক ইমাম হাসান, গাইবান্ধা সরকারি কলেজ শাখার সভাপতি আরশাদ আইয়ুব জাহিদ প্রমুখ। এছাড়াও জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এতে অংশ নেন।
শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com