কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি:
মাদারীপুরের ডাসারে ভ্যান উল্টে মোঃ সওকাত ঘড়ামী(৫৫) নামে এক চালক নিহত হয়েছে। নিহত সওকাত ঘড়ামী বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউপির বড় বাশাইল গ্রামের আকবর ঘরামীর ছেলে। আজ রোববার সকালে ডাসার উপজেলার আশ্রমের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ সুত্রে জানাগেছে, সওকাত ঘড়ামী একটি ভ্যান নিয়ে আগৈলঝাড়া থেকে ডাসারের আশ্রমে যান। এসময় আশ্রমের রাস্তার মোড় দিয়ে ঘোড়ার সময় ভ্যান উল্টে গিয়ে চাপা কেগে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে খবর পেয়ে ডাসার থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করেন।
এ ব্যাপারে ডাসার থানার ওসি মাহমুদুল হাসান জানান, আমরা তার লাশ উদ্ধার করেছি।