দুপচাঁচিয়া(বগুড়া)প্রতিনিধি :ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দুপচাঁচিয়া উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে স্থিরচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।দিবসটি উপলক্ষে ৯ নভেম্বর শনিবার সন্ধ্যায় যুবদলের দলীয় কার্যালয়ের সামনে স্থিরচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ,উপজেলা যুবদলের আহ্বায়ক আফছার আলী, যুগ্ন আহবায়ক ইব্রাহিম আলী, সদস্য সচিব আব্দুল ওহাব মানিক,বিএনপি নেতা গাজিউর রহমান গাজী, মিজানুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদল নেতা আবু রায়হান, যুবদল নেতা জাহিদ হাসান রুস্তম, কাজী ইলিয়াস কল্লোল,আবু হাসান, শ্রমিকদলের নেতা আব্দুল মজিদ,ইকবাল হোসেন হিরো,আলামিন মন্ডল সান, আব্দুল হান্নান, বিটন, হারেজ উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এই দিন ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে স্থিরচিত্র ও প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।