বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থার মাধ্যমে নিরাপদ পানি নিশ্চিতকরণ প্রকল্পের শিখন অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত মোংলায় ৪০টি গীর্জায় উদযাপিত হচ্ছে শুভ বড়দিন বাগেরহাটের রামপালে ইউপি চেয়ারম্যান নাসির উদ্দীন বরখাস্ত ‎আগামীর বাংলাদেশ হবে সাম্যের ‎-জামায়াত আমীর ডা. শফিকুর রহমান দুপচাঁচিয়ায় সাকিবকে মারপিটের ঘটনায় মানববন্ধন কর্মসূচী পালিত দুপচাঁচিয়ায় ওএমএস ডিলার নিয়োগে লটারী অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই রাখাল নিহত গাইবান্ধার কামারজানিতে বালু মহাল ঘোষণার প্রতিবাদে মানববন্ধন ফুলবাড়ীতে তন্ত্র-মন্ত্রের খেলা ‘পাতা খেলা’ অনুষ্ঠিত বাগেরহাটে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির নামে লটারি পদ্ধতি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

দুপচাঁচিয়ায় ডাকাতির মালামাল উদ্ধার \ গ্রেপ্তার দুই

দুপচাঁচিয়া বগুড়া প্রতিনিধি
  • আপডেট টাইম শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ৭৩

 

 

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার দুপচাঁচিয়ার চামরুলে ডাকাতির ঘটনায় সংঘবন্ধ ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে দুপচঁাচিয়া থানা পুলিশ। গত ৭নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় বগুড়া, জয়পুরহাট ও গাইবান্ধা জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হলেন বগুড়া সদর থানা এলাকার চঁাদপাড়ার মোজাফ্ফর হোসেনের ছেলে মামুন মিয়া(৪০) ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার ববনপুরী গ্রামের মৃত নূর ইসলামের ছেলে রফিকুল ইসলাম(৩৩)। গ্রেপ্তারকৃতদের দেয়া তথ্যমতে পুলিশ অভিযান চালিয়ে তিনটি গরু ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক এবং একটি তালা কাটার মেশিন জব্দ করেছে।

জানা গেছে, গত ২৪অক্টোবর দিবাগত রাত আনুমানিক সোয়া ১টার সময় উপজেলার চামরুল শাহ পাড়ার আব্দুল হাকিমের বাড়িতে ডাকাতরা ডাকাতি করেন। প্রায় ৮-৯জন ডাকাত মুখে মুখোশ ও মাস্ক পড়ে ডাকাতি কালে বাড়ির লোকজনদের(পুরুষ ও মহিলাদের) মারপিট করে গামছা ও ওড়না দিয়ে হাতপা বেঁধে রেখে গরুর সেড হতে দু’টি দুধেল গাভী, দু’টি বোকনা বাছুর, স্টীলের ড্রয়ার ভেঙ্গে ও মহিলাদের কান হতে ছিনিয়ে নেয়া স্বর্ণালংকার ও তিনটি মোবাইল ফোন সহ প্রায় ৬লাখ এগার হাজার টাকার মালামাল ডাকাতি করে নিয়ে যায়। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত আব্দুল হাকিম গত ২৬অক্টোবর বাদী হয়ে দুপচঁাচিয়া থানায় একটি এজাহার দায়ের করেন।

দুপচঁাচিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম বলেন, বগুড়া পুলিশ সুপার ও জেলা পুলিশের উর্দ্ধতন কর্তকর্তাদের সার্বিক দিকনির্দেশনায় অল্প সময়ের মধ্যে এ ডাকাতির রহস্য উদঘাটন করা সম্ভব হয়েছে। ডাকাতি হওয়া বঁাকি মালামাল উদ্ধারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

 

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com