চলতি অর্থবছরের জন্য কাতার থেকে ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় ধরা হয়েছে ১৪০ কোটি ২৮ লাখ ১২ হাজার
বুধবার (৬ নভেম্বর) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এসব প্রস্তাবের অনুমোদন দেয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে কাতার কেমিক্যাল অ্যান্ড পেট্রোকেমিক্যাল মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি (মুনাজাত) থেকে ৪র্থ লটের ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড প্রিল্ড ইউরিয়া সার কিনবে সরকার।
প্রতি মেট্রিক টনের মূল্য ধরা হয়েছে ৩৮৯.৬৭ মার্কিন ডলার। এতে ব্যয় হবে ১৪০ কোটি ২৮ লাখ ১২ হাজার টাকা।
এছাড়া পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা অনুসরণ করে সুইজারল্যান্ড ও সিঙ্গাপুর থেকে দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। এতে মোট ব্যয় হবে ১ হাজার ২৫৪ কোটি ৩২ লাখ টাকা।
সভায় ইউরিয়া সার ও এলএনজি ছাড়াও চাল, চিনি ও গম ক্রয়ের অনুমোদন দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।