মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
গাইবান্ধার কামারজানিতে বালু মহাল ঘোষণার প্রতিবাদে মানববন্ধন ফুলবাড়ীতে তন্ত্র-মন্ত্রের খেলা ‘পাতা খেলা’ অনুষ্ঠিত বাগেরহাটে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির নামে লটারি পদ্ধতি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ আগৈলঝাড়ায় স্বামীর মৃত্যুর সংবাদ শুনে স্ত্রীর মৃত্যু। জামায়াতের আমীরের আগমন উপলক্ষে গাইবান্ধায় সাংবাদিকদের সাথে মতবিনিময় দুপচাঁচিয়া উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সাহিত্য প্রেমী ও দক্ষ সংগঠক সিরাজুল হক মন্টুর গল্প নন্দীগ্রামে চালককে মারপিট করে ইজিবাইক ছিনতাই সান্তাহার প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটিকে সংবর্ধনা প্রদান বাগেরহাটে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার

বস্তায় আদা চাষে সফলতা ফুলবাড়ীর বাবু

হারুন-উর-রশীদ,ফুলবাড়ী (দিনাজপুর) 
  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ২০

মো. হারুন-উর-রশীদ,ফুলবাড়ী, (দিনাজপুর) থেকে;
বস্তায় আদা চাষ করে সাফল্য পেয়েছেন দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলা তরুন উদ্যোগক্তা সেকেন্দার আলী বাবু। পতিত জমিতে তার আদা চাষে সাফল্য অনেকের অনুপ্রেরনা হয়ে দাড়িয়েছে।

চার মাস আগে ইউটিউবে বস্তায় আদা চাষের ভিডিও দেখেন দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলা কাটাবাড়ী গ্রামের সেকেন্দার আলী বাবু। পরে এ পদ্ধতিতে আদা চাষের উদ্যোগ নেন তিনি। ছাই,জৈব সার বালু মিশিয়ে মাটি তৈরী করে রাখা হয় বস্তায় প্রায় দুই লক্ষ টাকার বিনিয়গে বর্তমানে ৩ হাজার বস্তায় আদা চাষ করছেন তিনি। যা বিক্রি হতে পারে ৪ থেকে ৫ লক্ষ টাকায় । মাত্র তিন মাসের মধ্যে আদা হতে শুরু করেছে গাছগুলো গোড়ায়। বাবু‘র এই সাফল্যে খুশি তার পরিবার ও প্রতিবেশিরা। পতিত জমিতে আদা চাষের সাফল্য অনেকের কাছে অনুপ্রেরনা।

মো.সেকেন্দার আলী বাবু বলেন, এ পদ্ধতিতে আদা চাষে সীমিত খরচ ও অল্প শ্রম। প্রতি বস্তায় প্রায় দুই কেজি আদা পাওয়া যায়। সার বা কিটনাশক ব্যবহারও কম। আমি মনে করি আমরা আমাদের নিজেদের প্রয়োজনে বাসা-বাড়ীর পতিত জায়গায় এইভাবে আদা চাষ করতে পারি। এতে আমাদের নিজেদের চাহিদা মিটিয়ে বানিজ্যিক ভাবে লাভবান হবো। আমার আদা চাষ দেখতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে লোকজন আসছেন। আমি তাদের আগ্রহী হওয়ার পরামর্শ দিয়ে যাচ্ছি। আমাকে উপজেলা কৃষি অফিস থেকে সব ধরনের পরামর্শ দিয়ে থাকে। আমি তাদের পরামর্শে প্রাথমিক ভাবে আদা চাষ শুরু করেছি। লাভ হলে ভবিষ্যতে আরো ব্যাপক পরিমানে আদা চাষ করার চিন্তা করছি।

সেকেন্দার আলী বাবু‘র আদা চাষ দেখতে আসা পৌর এলাকার তেতুলিয়া গ্রামের মিলন মাস্টার বলেন, আমি ইউটিউবে আদা চাষ দেখেছি। বাস্তবে কেমন হয় তাই দেখতে আমি বাবু ভাইরে আদার বাগানে এসেছি। দেখে খুব ভালো লাগলো। আমিও আমার পতিত জায়গায় এমন আদা চাষ শুরু কবরো। এমন কথা বলেন,স্বজনপুকুর গ্রামের রজমান আলী, গৌরীপাড়া গ্রামের কুদ্দুস আলীসহ অনেকে।

উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ রুম্মান আখতার জানান, স্বল্প জায়গায় বস্তায় আদা চাষে করা যায়। তাছাড়া কম খরচ ও কম পরিশ্রম আদা চাষের সুবিধায় আমাদের ফুলবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নে বস্তায় আদা চাষ শুরু হয়েছে। বস্তায় আদা চাষের বিষয়ে আমাদের সাথে কৃষক পরামর্শ নিতে আসলে আমরা তাদের বিভিন্ন ভাবে সহযোগীতা ও পরামর্শ দিয়ে যাচ্ছি। আসা করি এই পদ্ধতিতে গ্রাম থেকে শহরের সব বাসাড়ীতেই আদা চাষ হবে। এতে চাষি তার নিজের চাহিদা পুরনের পাশাপাশি দেশে আদার সংকট নিরসনে সহায়ক হিসাবে কাজ করবে।

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com