মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম
গাইবান্ধার কামারজানিতে বালু মহাল ঘোষণার প্রতিবাদে মানববন্ধন ফুলবাড়ীতে তন্ত্র-মন্ত্রের খেলা ‘পাতা খেলা’ অনুষ্ঠিত বাগেরহাটে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির নামে লটারি পদ্ধতি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ আগৈলঝাড়ায় স্বামীর মৃত্যুর সংবাদ শুনে স্ত্রীর মৃত্যু। জামায়াতের আমীরের আগমন উপলক্ষে গাইবান্ধায় সাংবাদিকদের সাথে মতবিনিময় দুপচাঁচিয়া উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সাহিত্য প্রেমী ও দক্ষ সংগঠক সিরাজুল হক মন্টুর গল্প নন্দীগ্রামে চালককে মারপিট করে ইজিবাইক ছিনতাই সান্তাহার প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটিকে সংবর্ধনা প্রদান বাগেরহাটে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার

আদমদীঘিতে পথরোধ করে বিক্রয়কর্মীকে মারপিটে আহত করার অভিযোগ

স্ট্যাপ রিপোর্টার
  • আপডেট টাইম সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ২৩৯


বগুড়ার আদমদীঘিতে রহমত নামের এক বিক্রয়কর্মীর পথরোধ করে মারপিটে আহত করার ঘটনায় ৪ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ হয়েছে। সোমবার দুপুরে আহত রহমতের বাবা উপজেলার অন্তাহার গ্রামের মোকলেছুর রহমান অভিযোগটি দায়ের করেন।
অভিযোগে জানাগেছে, বিক্রয়কর্মী রহমত উপজেলার বিভিন্ন কনফেকশনারী দোকানে মালামালের অর্ডার কাটেন। প্রতিদিনের মতো রবিবার বিকাল সাড়ে ৫টায় একই এলাকার মাহবুব নামের এক ব্যক্তির অটোভ্যান গাড়ীতে অর্ডারের মালামাল দোকানে বিতরণ করছিলেন। এ সময় উপজেলার সান্তাহার পৌর শহরের পান্নার মোড় নামকস্থানে পৌঁছামাত্রই ছাতিয়ানগ্রামের মোস্তাকিন পাহালোয়ানের ছেলে রাজু পাহালোয়ান (২৫), অন্তাহার গ্রামের সিহাব (২২), রকি (২২) ও মঙ্গলপুর গ্রামের রাফি (২২) পরিকল্পিতভাবে তার পথরোধ করে লোহার রড ও গাড়ির চেইন দিয়ে তার শরিরের বিভিন্ন স্থানে এলোপাতারিভাবে মারপিট করতে থাকে। স্থানিয়রা রহমতের চিৎকারে এগিয়ে এসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় রহমতের প্যান্টের পকেট থেকে ২৪ হাজার টাকা মূল্য একটি স্যামসাং মোবাইল ফোন এবং মালামাল বিক্রির নগদ ১৬ হাজার ৩০০ টাকা ছিনিয়ে নিয়ে যায় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com