মাহমুদুল হাবিব রিপন গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধা জেলার সাদুল্লাপুর বালিকা দাখিল মাদরাসার জমি দখলের চেষ্টা ও প্রতিষ্ঠানে ভাঙচুর করার অভিযোগ উঠেছে। স্থানীয় সুমন মিয়া গং এর বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। জমি দখলের চেষ্টা ও প্রতিষ্ঠানে ভাঙচুর করার প্রতিবাদে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলসহ মানববন্ধন কর্মসূচি পালন করে।২৯ অক্টোবর মঙ্গলবার দুপুরে সাদুল্লাপুর শহীদ মিনার সংলগ্ন সড়কের পাশে মানববন্ধনে বক্তব্য রাখেন সাদুল্লাপুর বালিকা দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপার খাইরুজ্জামান, ইবতেদায়ী প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, সাদুল্লাপুর বহুমুখী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনশাদ আলী, তরফ বাজিত দাখিল মাদরাসার সুপার ফারায়েজ আলী অন্যান্যরা।