বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থার মাধ্যমে নিরাপদ পানি নিশ্চিতকরণ প্রকল্পের শিখন অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত মোংলায় ৪০টি গীর্জায় উদযাপিত হচ্ছে শুভ বড়দিন বাগেরহাটের রামপালে ইউপি চেয়ারম্যান নাসির উদ্দীন বরখাস্ত ‎আগামীর বাংলাদেশ হবে সাম্যের ‎-জামায়াত আমীর ডা. শফিকুর রহমান দুপচাঁচিয়ায় সাকিবকে মারপিটের ঘটনায় মানববন্ধন কর্মসূচী পালিত দুপচাঁচিয়ায় ওএমএস ডিলার নিয়োগে লটারী অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই রাখাল নিহত গাইবান্ধার কামারজানিতে বালু মহাল ঘোষণার প্রতিবাদে মানববন্ধন ফুলবাড়ীতে তন্ত্র-মন্ত্রের খেলা ‘পাতা খেলা’ অনুষ্ঠিত বাগেরহাটে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির নামে লটারি পদ্ধতি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

আদমদীঘিতে আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আদমদীঘি বগুড়া প্রতিনিধি
  • আপডেট টাইম মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ৫৯

 

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘিতে আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২৯ অক্টোবর) বেলা ১১ টায় আদমদীঘি উপজেলা সভাকক্ষে সভায় সভাপতিত্ব করেন আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার রুমানা আফরোজ। সভায় বক্তব্য রাখেন. সহকারি কমিশনার (ভুমি) মাহমুদা আক্তার, আবাসিক মেডিক্যাল অফিসার শেখ মাহবুবুর রহমান, উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারি, থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান, সাবেক কমান্ডার আব্দুল হামিদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক আসলাম আলী মন্ডল, জামায়াতের ভারপ্রাপ্ত আমির ডা: ইউনুছ আলী, আদমদীঘি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার মেহেদী হাসান, সাংবাদিক খায়রুল ইসলাম, নসরতপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা প্রমুখ। সভায় উপজেলায় মাদক, চুরি, ছিনতাই প্রবনতা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে এসব কর্মকান্ডে জড়িতদের আইনের আওতায় নেয়াসহ কতিপয় গুরুত্বপুর্ন সিদ্ধান্ত নেয়া হয়।

#

সান্তাহারে তিনটি গরু চুরি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভা এলাকায় উপর পৌওতা গ্রাম থেকে একই ব্যক্তির তিনটি গরু চুরির ঘটনা ঘটেছে।  গতকাল মঙ্গলবার (২৯ অক্টোবর) ভোররাতে ওই গ্রামের লিটন হোসেনের গোয়াল ঘরের দরজার তালা ভেঙ্গে চোরেরা গরু গুলো চুরি করে নিয়ে যায়।

ক্ষতিগ্রস্থ গরুর মালিক লিটন হোসেন জানান, তিনি অন্যান্য দিনের মত গরু গুলো গোয়াল ঘরে রেখে ঘুমিয়ে পরেন। ভোর রাতে দেখেন চোরের দল গোয়াল ঘরের তালা ভেঙে তিনটি গরু চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মুল্য তিন লক্ষাধিক টাকা বলে তিনি দাবী করেন। স্থানীয়দের ধারনা নওগঁা-বগুড়া বাইপাস সড়কের পাশে লিটনের বাড়ি হওয়ায় চোরেরা গরু চুরির পর সেগুলোকে কোন যানবাহনে তুলে নিয়ে চলে গেছে। মাত্র দুই সপ্তাহ আগে ওই এলাকার কোমলদোগাছি গ্রাম থেকে একই ভাবে চোরেরা তিনটি গরু চুরি করে নিয়ে যায়। উপজেলায় গরু চুরির প্রবনতা বৃদ্ধি পাওয়ায় কৃষকদের মাঝে আতংক বিরাজ করছে । আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, বিষয়টি তিনি জেনেছেন,তবে এ ঘটনায় কেউ কোন অভিযোগ দায়ের করেননি।

 

মোবা ঃ ০১৭১১-৯৪০৪১৭

তারিখ ঃ ২৯-১০-২০২৪

 

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com