মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম
গাইবান্ধার কামারজানিতে বালু মহাল ঘোষণার প্রতিবাদে মানববন্ধন ফুলবাড়ীতে তন্ত্র-মন্ত্রের খেলা ‘পাতা খেলা’ অনুষ্ঠিত বাগেরহাটে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির নামে লটারি পদ্ধতি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ আগৈলঝাড়ায় স্বামীর মৃত্যুর সংবাদ শুনে স্ত্রীর মৃত্যু। জামায়াতের আমীরের আগমন উপলক্ষে গাইবান্ধায় সাংবাদিকদের সাথে মতবিনিময় দুপচাঁচিয়া উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সাহিত্য প্রেমী ও দক্ষ সংগঠক সিরাজুল হক মন্টুর গল্প নন্দীগ্রামে চালককে মারপিট করে ইজিবাইক ছিনতাই সান্তাহার প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটিকে সংবর্ধনা প্রদান বাগেরহাটে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার

মুশফিক, তাইজুল ও রাবাদাকে বিসিবির বিশেষ সম্মাননা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ৪৩
মুশফিক, তাইজুল ও রাবাদাকে বিসিবির বিশেষ সম্মাননা
মুশফিক, তাইজুল ও রাবাদাকে বিসিবির বিশেষ সম্মাননা

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট শেষ হলো ৭ উইকেটের বড় ব্যবধানের হার দিয়ে।প্রথম ইনিংসে মাত্র ১০৬ রানে অলআউট হয়েই কপাল পুড়েছে বাংলাদেশের। দ্বিতীয় ইনিংসেও বলতে গেলে মেহেদী হাসান মিরাজ ও জাকের আলী অনিকের ব্যাটেই লিড পেয়েছিল টাইগাররা। কিন্তু রেকর্ড গড়া জুটিও হার ঠেকাতে পারেনি।

মিরপুর টেস্টে জয়-পরাজয় পাশে সরিয়ে রাখলেও বিশেষ কারণে স্মরণীয় হয়ে থাকবে। কারণ এই মাঠে দুই দলের তিন তারকা ব্যক্তিগত মাইলফলক স্পর্শ করেছেন।

মিরপুরের এই ম্যাচের শুরুটাই হয়েছিল রেকর্ডের আবহে। সবচেয়ে কম বলে টেস্ট ক্রিকেটে তিনশ উইকেট পূরণ করেছিলেন কাগিজো রাবাদা। সেটা প্রথম দিনের ঘটনা। যেখানে তিনি আউট করেছিলেন বাংলাদেশের ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক মুশফিকুর রহিমকে।

দ্বিতীয় দিনে এসে তাইজুল ইসলাম পূর্ণ করেছেন টেস্ট ফরম্যাটের ২০০ উইকেট। বাংলাদেশের হয়ে টেস্টে এর আগে ২০০ উইকেট নিতে পেরেছিলেন কেবল সাকিব আল হাসান। আর টেস্টের তৃতীয় দিনে এসে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে সাদা পোশাকের ক্রিকেটে ৬ হাজার রান পূরণ করেছিলেন মুশফিকুর রহিম।

মিরপুরের টেস্ট শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সম্মাননা প্রদান করেছে তিন তারকার সবাইকেই। বিসিবির পক্ষ থেকে কাগিজো রাবাদার হাতে সম্মাননা স্মারক তুলে দেন বোর্ড পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। তাইজুল ইসলামের হাতে ক্রেস্ট তুলে দেন বর্তমান নির্বাচক ও সাবেক অফস্পিনার আব্দুর রাজ্জাক রাজ।

আর মুশফিকুর রহিমের হাতে সম্মাননা তুলে দেন সাবেক অধিনায়ক ও বিসিবির নারী উইংয়ের প্রধান হাবিবুল বাশার সুমন।

 

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com