নির্ধারিত হজের কোটা পূরণ না হওয়ায় চলতি বছরে হজের নিবন্ধনের সময় প্রথম দফায় বাড়ানো হয়েছে। হজে যেতে আগ্রহীরা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন।
ধর্ম মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছরের ২৫ আগস্টে জারিকৃত বিজ্ঞপ্তি অনুসারে ৩০ নভেম্বর তারিখের মধ্যে হজগমনেচ্ছু ব্যক্তিদের প্রাক-নিবন্ধিত তিন লাখ টাকা ব্যাংকে জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এ সময়ের মধ্যে প্রাক-নিবন্ধন ও প্রাথমিক নিবন্ধন যুগপৎভাবে চলবে।