পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উন্নয়ন সংস্থা গুডনেইবারস বাংলাদেশ এর আয়োজনে অফিস হলরুমে এই দিবস হয়।
গুডনেইবারস পীরগঞ্জ সিডিপির ম্যানেজার বিধান মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ আলমগীর, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা: জ্যোতিষ চন্দ্র শর্মা জয়, সংস্থার মেডিকেল অফিসার ডা: ফাইজুর রহমান ফাহাদ, হেলথ অফিসার অভিষেক দাস শুভ সহ আরো অনেকে।
সভায় হাত ধোয়ার ৬টি ধাপের গুরুত্ব বিষয়ে বিশদ আলোচনা করা হয়।