দুপচাঁচিয়া(বগুড়া)প্রতিনিধি: দুপচাঁচিয়ায় ইটের খামালের চাপা পড়ে তাসিম(12)নামে এক শিশুর মৃত্যু হয়েছে।সে উপজেলা জিয়ানগর ইউনিয়নের সোনারপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে।তাসিম জিয়ানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীতে পড়তো।
নিহত তাসিমের পিতা সাইফুল ইসলাম বলেন, আমার ছেলে বিকালে বাড়ির পাশে অন্যান্য ছেলেদের সঙ্গে খেলতেছিল। খেলা সময় হঠাৎ ইটের খামাল তার উপর পড়লে সে গুরুত্ব আহত হয়। তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান এখন পর্যন্ত পারিবারিক কোনো অভিযোগ নেই। পরবর্তীতে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।