দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ৷ উপজেলার, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়ােজন উপজেলা পর্যায়ে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযােগিতার সমাপনী ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত ৮ অক্টাবর মঙ্গলবার বিকালে দুপচাঁচিয়া ডি এস ফাজিল মাদ্রাসা মাঠ ক্রীড়া প্রতিযােগিতা শেষে উপজেলা নির্বাহী অফিসার জানাত আরা তিথি এর সভাপতিত্বে ও একাডেমিক সুপার ভাইজার শাহ্ মাে: মাহমুদুন নবী এর পরিচালনায় এক পুরুস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) লিজা আক্তার বিথী, অধ্যক্ষ রঞ্জন কুমার পাল, অধ্যক্ষ আব্দুর রউফ, প্রধান শিক্ষক আবুল বাসার, প্রধান শিক্ষক মাহমুদুর রশিদ, প্রধান শিক্ষক ফজলুল হক, প্রধান শিক্ষক রেজাউল করিম, সুপারিনটেন আব্দুল কাদের, শিক্ষক আব্দুস সালাম প্রমূখ।
সভা শেষে কাবাডি, দাবা ও সাঁতার এই তিনটি গ্রুপের প্রতিযাগিতায় বিজয়ী শিক্ষার্থীদর মাঝে পুরুস্কার বিতরণ করেন।
উপজেলা মাধ্যমিক শাখার বিভিন্ন, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ ক্রীড়া প্রতিযােগিতায় অংশ নেয়।
#
এ জাতীয় আরো খবর..