যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ার পূর্বাঞ্চলে মঙ্গলবার বিমান হামলায় ইরানপন্থী কমপক্ষে ৯ যোদ্ধা নিহত হয়েছে। এদের মধ্যে এক নেতা রয়েছে। মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
ব্রিটেন ভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা জানায়, ‘সেখানে বিমান হামলায় ইরানপন্থী ৯ যোদ্ধা নিহত ও ২০ জনেরও বেশি আহত হয়। নিহতদের মধ্যে এক নেতা এবং সিরিয়ার এক নাগরিক রয়েছে। তারা যে ভিলায় অবস্থান করছিল তা লক্ষ্য করে হামলা চালানো হয়। ভিলাটি একটি যোগাযোগ কেন্দ্র হিসেবে ব্যবহার করা হতো।’
তবে কারা এ হামলা চালিয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি।
একাত্তরের দেশ