মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
গাইবান্ধার কামারজানিতে বালু মহাল ঘোষণার প্রতিবাদে মানববন্ধন ফুলবাড়ীতে তন্ত্র-মন্ত্রের খেলা ‘পাতা খেলা’ অনুষ্ঠিত বাগেরহাটে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির নামে লটারি পদ্ধতি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ আগৈলঝাড়ায় স্বামীর মৃত্যুর সংবাদ শুনে স্ত্রীর মৃত্যু। জামায়াতের আমীরের আগমন উপলক্ষে গাইবান্ধায় সাংবাদিকদের সাথে মতবিনিময় দুপচাঁচিয়া উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সাহিত্য প্রেমী ও দক্ষ সংগঠক সিরাজুল হক মন্টুর গল্প নন্দীগ্রামে চালককে মারপিট করে ইজিবাইক ছিনতাই সান্তাহার প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটিকে সংবর্ধনা প্রদান বাগেরহাটে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার

জেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হাসানাতসহ ১৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের

আগৈলঝড়া (বরিশাল) প্রতিনিধি
  • আপডেট টাইম বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ৩৮

আগৈলঝড়া ( বরিশাল) প্রতিনিধি, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ আবুল হাসানাত আব্দুল্লাহসহ ১৪ জনের বিরুদ্ধে বরিশাল জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে আগৈলঝাড়া উপজেলা সদরের নগরবাড়ি গ্রামের বাসিন্দা আশিকুর রহমান আসিফ বরিশাল জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলার আবেদন করলে মামলাটি আমলে নিয়ে আগৈলঝাড়া থানার ওসিকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালতের বিচারক। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ও দায়রা জজ আদালতের নাজির ইলিয়াস বালী।
মামলার বাদি আগৈলঝাড়া উপজেলা সদরের নগরবাড়ি গ্রামের আশিকুর রহমান আসিফ এজাহারে উল্লেখ করেন, আবুল হাসানাত আব্দুল্লাহসহ আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দের নির্দেশে ২০১৫ সালের ১৪ ফেব্রæয়ারি তার বাবা বিএনপি নেতা কবির হোসেনকে পুলিশ ঢাকার বাসা থেকে গ্রেপ্তার করে। পরবর্তীতে ২১ ফেব্রæয়ারি দিবাগত রাতে উপজেলার বাইপাস সড়কের ব্রিজের পাশে এনে তার বাবাকে কথিত ক্রসফায়ারের নামে আসামি আওয়ামী লীগ নেতাদের নির্দেশে পুলিশ গুলি করে হত্যা করেছে।
মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ আবুল হাসানাত আব্দুল্লাহ, বরিশাল রেঞ্জের সাবেক ডিআইজি হুমায়ুন কবির, সাবেক অতিরিক্ত ডিআইজি আকরাম হোসেন, সাবেক জেলা পুলিশ সুপার এহসান উল্লাহ, সাবেক এএসপি জাহাঙ্গীর মল্লিক, আগৈলঝাড়া থানার সাবেক ওসি মনিরুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাত, গোলাম মোর্তুজা খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত, আ.লীগ নেতা সৈয়দ আশ্রাফ মিয়া, মামুন কবিরাজ, অনিমেষ মন্ডল ও স্বপন মন্ডল।

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com