শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৭:১৬ অপরাহ্ন

সেতু বিভাগের নতুন সচিব ফাহিমুল ইসলাম

একাত্তরের দেশ ডেস্ক
  • আপডেট টাইম সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ৩৬
সেতু বিভাগের নতুন সচিব ফাহিমুল ইসলাম
সেতু বিভাগের নতুন সচিব ফাহিমুল ইসলাম

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব মো. ফাহিমুল ইসলামকে সেতু বিভাগের নতুন সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (০৭ অক্টোবর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব মো. ফাহিমুল ইসলামকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতির পর তাকে সেতু বিভাগের সচিব এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালকের দায়িত্ব দেয়া হয়েছে।

এর আগে সেতু বিভাগের সিনিয়র সচিব মনজুর হোসেনকে ১৮ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। মনজুর হোসেন বিসিএস প্রশাসন ক্যাডারের দশম ব্যাচের কর্মকর্তা। তিনি ২০২২ সালের ৩ জানুয়ারি সেতু বিভাগ এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক হিসেবে যোগ দেন।

অন্তর্বর্তী সরকারের অধীন গত ৮ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত জনপ্রশাসন মন্ত্রণালয় যেসব কাজ করেছে, তার একটি বিবরণ প্রকাশ করেছে মন্ত্রণালয়। এ-সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়, অতীত কার্যকলাপ বিবেচনায় ৬ জন সচিব, ৮ জন অতিরিক্ত সচিব, ১০ জন যুগ্ম সচিবকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে। এ তথ্য ৭ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর আরও কয়েকজনকে ওএসডি করা হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com