শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৭:৩১ অপরাহ্ন

সংস্কার ছাড়া নির্বাচন নিতে পারবেন? প্রশ্ন সমাজকল্যাণ উপদেষ্টার

একাত্তরের দেশ ডেস্ক
  • আপডেট টাইম রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ২৯
সংস্কার ছাড়া নির্বাচন নিতে পারবেন? প্রশ্ন সমাজকল্যাণ উপদেষ্টার
সংস্কার ছাড়া নির্বাচন নিতে পারবেন? প্রশ্ন সমাজকল্যাণ উপদেষ্টার

সংস্কার ছাড়া মানুষ নির্বাচন নিতে পারবে কি না সে প্রশ্ন তুলেছেন সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ।

রোববার (৬ অক্টোবর) সচিবালয়ে অধীন দুই মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা জানান।

নির্বাচনের রোড ম্যাপ কবে হবে? নির্বাচন নিয়ে আপনাদের পরিকল্পনা কি? এ বিষয়ে তিনি বলেন, এই আলোচনা এখনো আমাদের ক্যাবিনেটে হয়নি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটা নিয়ে চেইন অব মিটিং চলছে। এই ভাবনা এখনো আলোচনার মধ্যে আছে।

আপনাদের লক্ষ্য কি এখন নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া, কিন্তু নির্বাচন কমিশন তো এখনো পুনর্গঠনই হয়নি- এ বিষয়ে উপদেষ্টা বলেন, এখনো অনেক কিছুই গঠন হয়নি। কারণ মাত্র দুই মাস সময় গেল, একটু সময় দিন। এসব প্রশ্নের জবাব আপনারা পাবেন। নির্বাচনতো আমাদের অন্যতম লক্ষ্য। সেটার জন্য একটা প্রেক্ষাপট তৈরি করতে হবে।

আপনাদের এখন অগ্রাধিকার কি সংস্কার, নাকি নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া- এ বিষয়ে শারমীন এস মুরশিদ বলেন, সংস্কার ছাড়া নির্বাচনের দিকে যাবো কীভাবে! সংস্কার হবে না, নির্বাচন হবে? সেই নির্বাচন নিতে পারবেন তো, সংস্কার ছাড়া?

সেটা কতদিনে হবে- জানতে চাইলে উপদেষ্টা বলেন, জানি না, কতদিন।

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com