মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
তারেক রহমানের নির্দেশনায় শীতবস্ত্র বিতরণ আক্কেলপুরে দুটি এনজিওর অফিসে তালা ঝুলিয়য়ে কর্মকর্তা-কর্মচারীরা লাপাত্তা দুপচাঁচিয়ার তালোড়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু দুপচাঁচিয়ায় ওএমএস এর চাল বিক্রয়ের উদ্বোধন গৃহবধূর ওপর নিপীড়নের অভিযোগ, নিরাপত্তার দাবি বাগেরহাটের রামপালে বৈশম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দের লিফলেট বিতরণ বাগেরহাটে রুহুল ও বাবলু বাহিনীর তান্ডবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন বাগেরহাটের আলোচিত ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা বাদশা গ্রেফতার নন্দীগ্রাম উপজেলা পরিষদের সামনে দোকানে চুরি মোংলায় ঘের দখলের অভিযোগ থানায় অভিযোগ দিয়েও প্রতিকার মিলছে না

শেরপুরে পাহাড়ি ঢলে প্লাবিত শতাধিক গ্রাম

মফস্বল ডেস্ক
  • আপডেট টাইম শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ৪৫
শেরপুরে পাহাড়ি ঢলে প্লাবিত শতাধিক গ্রাম
শেরপুরে পাহাড়ি ঢলে প্লাবিত শতাধিক গ্রাম

শেরপুরের ঝিনাইগাতিতে ভারি বৃষ্টি আর পাহাড়ি ঢলে মহারশি নদীর বাঁধের চারটি স্থান ভেঙে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। আজ শুক্রবার (৪ অক্টোবর) ভোরের দিকে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ৪টি স্থান ভেঙে লোকালয়ে পানি ঢুকতে থাকে। এতে জেলার শতাধিক গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে শত শত পরিবার।

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদীর নাকুগাঁও পয়েন্টে ১৭২ সেন্টিমিটার, নালিতাবাড়ি পয়েন্টে ৫৬ সেন্টিমিটার এবং চেল্লাখালী নদী বিপৎসীমার ৫২৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

কৃষি বিভাগের তথ্য মতে, জেলায় গত ২৪ ঘণ্টায় ২২৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

পাহাড়ি ঢলের পানি প্রবেশ করেছে ঝিনাইগাতী উপজেলা শহরে। এতে প্রধান সড়ক, বাজারের অলিগলি ও অফিসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ডুবে গেছে। আকস্মিক ঢলের পানিতে প্লাবিত হওয়ায় বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। রাতভর বৃষ্টিতে প্লাবিত হয় নিম্নাঞ্চলের প্রায় অর্ধ শতাধিক গ্রাম। এখনো বৃষ্টি চলমান থাকায় নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে।

স্থানীয়রা জানান, শেরপুরের নালিতাবাড়ীর ভোগাই নদীর দুই পাড়ের কয়েকটি স্থানে দেখা দিয়েছে ভাঙন। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

অপরদিকে শ্রীবরদীর সীমান্তবর্তী ভারত থেকে নেমে আসা সোমেশ্বরী নদীর পানিও বৃদ্ধি পাচ্ছে। সেই সঙ্গে পানিতে ডুবে গেছে শতশত পুকুর, সবজি ও ধানের ক্ষেত। বর্ষণ ও পাহাড়ি ঢল অব্যাহত থাকলে চরম বিপর্যয় নেমে আসার আশঙ্কা করছেন স্থানীয়রা। তবে এখনও প্রশাসন বা জনপ্রতিনিধিদের কোনো সহায়তা তারা পাননি বলে জানান বন্যা দুর্গত এলাকার পানিবন্দি বাসিন্দারা।

 

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com