শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৯:৫৩ অপরাহ্ন

বৈরী আবহাওয়ায় ৬ রুটে নৌ-চলাচল বন্ধ ঘোষণা

একাত্তরের দেশ ডেস্ক
  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ৫২
বৈরী আবহাওয়ায় ৬ রুটে নৌ-চলাচল বন্ধ ঘোষণা
বৈরী আবহাওয়ায় ৬ রুটে নৌ-চলাচল বন্ধ ঘোষণা

দেশে চলমান বৈরী আবহাওয়ার কারণে ঢাকা নদীবন্দর সদরঘাট টার্মিনাল থেকে উপকূলীয় অঞ্চলের ছয়টি রুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা এহতেশামুল পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, উপকূলীয় অঞ্চলে বৈরী আবহাওয়ায় সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করা হয়েছে। উপকূলীয় অঞ্চলের নদীতে প্রচণ্ড রোলিং (ঘূর্ণন) থাকার কারণে যাত্রীদের জানমালের নিরাপত্তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে।

এহতেশামুল পারভেজ জানান, যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ঢাকা থেকে হাতিয়া, ঢাকা থেকে বেতুয়া, ঢাকা থেকে খেপুপাড়া, ঢাকা থেকে চরমোন্তাজ, ঢাকা থেকে রাংগাবালী, ঢাকা থেকে মনপুরাগামী উপকূলীয় অঞ্চলের নৌপথের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই ঘোষণা বলবৎ থাকবে বলেও জানান তিনি।

 

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com