শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০২:০৮ পূর্বাহ্ন

কারাগারে সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন

একাত্তরের দেশ ডেস্ক
  • আপডেট টাইম সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮
কারাগারে সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন
কারাগারে সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন

ঠাকুরগাঁওয়ে ছাত্র আন্দোলনে বিস্ফোরক ব্যবহারসহ দেশীয় বিভিন্ন অস্ত্র ব্যবহার করে আন্দোলন দমানোর জন্য নেতাকর্মীদের নির্দেশ দেওয়া ও হত্যার দুটি মামলায় ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেনের জামিন নামঞ্জুর করে সেনকে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক নিত্যানন্দ সরকার জামিন নামঞ্জুর করেন।

এ সময় আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোস্তাক আলম টুলু জানান, যে হত্যা মামলা করা হয়েছে তা হচ্ছে আগুনে পুড়ে মারা যাওয়ার। তবে দুটি মামলায় পূর্ণ গ্রেফতার দেখিয়ে বিচারক জামিন নামঞ্জুর করেন। তবে এ মামলায় রমেশ চন্দ্র সেন কোনোভাবেই জড়িত ছিলেন না।
এর আগে গেল ১৬ আগস্ট রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া নিজ বাসভবন থেকে সাবেক এমপি রমেশ চন্দ্র সেনকে গ্রেফতার করে পুলিশ।

 

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com