শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০২:০৪ পূর্বাহ্ন

ডিবি হেফাজতে ডাকসুর সাবেক ভিপি সুলতান মনসুর

একাত্তরের দেশ ডেস্ক
  • আপডেট টাইম সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪
ডিবি হেফাজতে ডাকসুর সাবেক ভিপি সুলতান মনসুর
ডিবি হেফাজতে ডাকসুর সাবেক ভিপি সুলতান মনসুর

ডাকসুর সাবেক ভিপি ও সাবেক সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে নেওয়া হয়েছে।

আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) ভোরে কানাডা থেকে দেশে ফেরার পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে নেয় পুলিশ।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট বিষয়ে অভিযোগ রয়েছে। এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। সেজন্য ডিবি হেফাজতে নেয়া হয়েছে। জিজ্ঞাসাবাদের পর তাঁকে আটক বা গ্রেপ্তারের বিষয়ে জানানো যাবে।’

আশির দশকে ছাত্রলীগের নেতৃত্বের জন্য পরিচিতি লাভ করেন সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ। তিনি স্বাধীন বাংলাদেশে ছাত্রলীগের একমাত্র সভাপতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি ছিলেন। আওয়ামী লীগের রাজনীতিবিদ হিসেবে পরিচিতি থাকলেও বর্তমানে মোহাম্মদ মনসুর নবনির্মিত রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্টের একজন প্রথম সারির সক্রিয় নেতা।

মনসুর ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের মনোনয়নে ধানের শীষ প্রতীক নিয়ে মৌলভীবাজার-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।

 

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com