নারায়ণগঞ্জের রূপগঞ্জে পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরকাঘাতে স্ত্রী ফারজানা আক্তার (২৪) নিহত হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী তারিকুল ইসলামকে আটক করেছেন পুলিশ।
আটক নিহতের স্বামী তারিকুল ইসলাম গাইবান্ধার সুন্দরগঞ্জ এলাকার জাহেদুল ইসলামের ছেলে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, গত তিনমাস ধরে রূপগঞ্জের মাঝিনা নদীর পাড় এলাকার ভাড়া থাকতেন তারিকুল ইসলাম তার স্ত্রী ফারজানা। তাদের মধ্যে প্রায়ই বিতণ্ডা হতো। ঘটনার দিন তারিকুল ক্ষিপ্ত হয়ে ছুরি দিয়ে তার স্ত্রীর বুকে আঘাত করে। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত স্বামীকে আটক করেছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
একাত্তরের দেশ