বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
বাগেরহাট থেকে আটক হলো জাহাজে ৭ জনকে কুপিয়ে হত্যা মামলার আসামি ফুলবাড়ীতে ১৯৯ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারী আটক গাইবান্ধায় ১ হাজার দুস্থ মানুষ পেলেন শীতবস্ত্র গাইবান্ধায় বড় দিন উদযাপিত দুপচাঁচিয়ায় ট্রান্সফরমার চোর সদস্যের দুই সদস্য গ্রেপ্তার সহ মালামাল উদ্ধার বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থার মাধ্যমে নিরাপদ পানি নিশ্চিতকরণ প্রকল্পের শিখন অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত মোংলায় ৪০টি গীর্জায় উদযাপিত হচ্ছে শুভ বড়দিন বাগেরহাটের রামপালে ইউপি চেয়ারম্যান নাসির উদ্দীন বরখাস্ত ‎আগামীর বাংলাদেশ হবে সাম্যের ‎-জামায়াত আমীর ডা. শফিকুর রহমান দুপচাঁচিয়ায় সাকিবকে মারপিটের ঘটনায় মানববন্ধন কর্মসূচী পালিত

ব্যাংক লুটেরাদের দেশে ফিরে এনে বিচারে আওতায় নিতে হবে…..মির্জা ফখরুল ইসলাম আলমগীর 

বিষ্ণুপদ রায়,পীরগঞ্জ (ঠাকুরগাঁও)প্রতিনিধি
  • আপডেট টাইম শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৮

 

পীরগঞ্জ (ঠাকুরগাঁও)প্রতিনিধি :ব্যাংক লুটেরাদের দেশে ফিরে এনে বিচারে আওতায় নিতে হবে বলে মন্তব্য করেছন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার বিকালে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উপজেলা বিএনপি আয়োজিত ডাক বাংলো মিনি স্টেডিয়ামে সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষায় ফ্যাসিস্ট খুনি হাসিনা এবং তার দোসরদের বিচারের দাবিতে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ফখরুল বলেন,গত ১৬ বছরে দেশের সব ব্যাংক থেকে হাজার কোটি টাকা লোন নিয়ে বিদেশে পাচার করেছে আওয়ামীলীগের নেতা কর্মীরা।
ব্যাংক লুটেরাদের দেশে ফিরে এনে বিচারে আওতায় নিতে হবে। শেখ হাসিনা দেশটাকে বাপ দাদার জমিদারি মনে করেছিলো। যখন ইচ্ছা মানুষকে ধরে নিয়ে গিয়ে গুম করে রাখতো না হলে হত্যা করতো। ইলিয়াস আলী সহ গুম হওয়া নেতাকর্মীর সন্তান স্বজনরা এখনো তাদের পথ চেয়ে আছে।

বিএনপির মহাসচিব আরো বলেন,আওয়ামী লীগ ভোটের ব্যবস্থাকে কুক্ষিগত করে রেখেছিল তারা কাউকে ভোট দিতে দেয় নাই, তাদের স্লোগান ছিল আমার ভোট আমি দিবো তোমার ভোটও আমি দিবো। এই ভোট ব্যবস্থাকে ঠিক করা দরকার। সবাই যেন ভোট দিতে পারে, যার ভোট সে দিবে, যাকে খুশি তাকে দিবে। সেই ভোটের মাধ্যমে আমরা প্রতিনিধি নির্বাচিত করব।

ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ছাত্র জনতার সরকার বর্তমানে দেশের ময়লা আবর্জনা পরিষ্কার করছে মাঠ পরিষ্কার হলেই ওবায়দুল কাদের সাহেব খেলার আমন্ত্রণ জানাবো, আসেন আগামীতে খেলা হবে।
এই ভোট ব্যবস্থাকে ঠিক করতে অন্তবর্তী সরকার কাজ শুরু করেছে, এরা সবাই নিরপেক্ষ মানুষ, কোনো রাজনীতি করে না, এরা দেশটাকে ভালোবাসে এবং দেশের জন্য কিছু করতে চায়। আমাদের দায়িত্ব হবে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করা।

তিনি আরো বলেন, বর্তমান প্রধান উপদেষ্টা ড. ইউনুস একজন সার্বজনীন ব্যক্তিত্ব। তিনি নোবেল বিজয়ী। সারা পৃথিবীর মানুষ তাকে সম্মান করে অথচ শেখ হাসিনা তার নামে মামলা দিয়ে তাকেও জেলে পাঠাতে চেয়েছিলেন। আল্লাহর কি বিধি বাম তিনি নিজেই এখন দেশ ছাড়া হয়েছে।
পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক এমপি জেট মুর্তজা তুলা, দিনাজপুরের সাবেক সংসদ সদস্য আক্তারুজামান মিঞা, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট জয়নাল আবেদীন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয় সহ আরো অনেকে।

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com