কেনিয়ায় একদিন আগেই ছেলেদের ছাত্রাবাসে আগুন লেগে মৃত্যু হয় ২১ জনে ছাত্রের। এবার দেশটির মধ্যাঞ্চলে গার্লস স্কুলে আগুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। রোববার (৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় সেন্ট্রাল কেনিয়ার ইসিওলো কাউন্টির গার্লস হাই স্কুলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানায়, প্রায় দুই থেকে তিনটি ভবনে আগুন লেগেছে।
মাজিক যোগাযোগ মাধ্যম এক্সে কেনিয়া রেড ক্রস জানিয়েছে যে, ইসিওলো গার্লস হাই স্কুলের পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং সেখানে তিনটি ছোটখাটো আঘাতের ঘটনা ঘটেছে।
উল্লেখ্য, কেনিয়ার বোর্ডিং স্কুলের ছাত্রাবাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন ৭০ জন। এরইমধ্যে ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিয়েরি অঞ্চলের হিলসাইড এন্দারাশা একাডেমিটিতে মোট শিক্ষার্থী সংখ্যা ৮২৪। এর মধ্যে ৩১৬ জন স্কুল ছাত্রাবাসে থেকে লেখাপড়া করে। যেখানে আগুন লেগেছে সেখানে ১৫৬ শিক্ষার্থীর থাকার ব্যবস্থা ছিল।