শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
গাইবান্ধার সুবিধা বঞ্চিত ৯৬ পরিবার পেল বিনামূল্যে টিউবয়েল দুপচাঁচিয়ার প্রতিবন্ধী গোফ্ফার নিখোঁজ মহান বিজয় দিবস উপলক্ষে তালোড়ায় মুড়াগাছা আলোকিত সমাজের উদ্যোগে পুরস্কার বিতরণ বাগেরহাটে ছাত্রলীগ নেতাকে আটকের ঘটনায় পুলিশের উপর হামলায় ওসি সহ আহত- ৩ বাগেরহাটে সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালংকার লুট সাদ পন্থীদের কার্যক্রম বাতিলের দাবিতে ফুলবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত। সান্তাহারে দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত বিতরণ গাইবান্ধা নবাগত নারী পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা কিশোর গ্যাংয়ের হাতে ওষুধ ব্যবসায়ী শামীম হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ বাগেরহাটের রামপালে মুক্তিযোদ্ধা জলিল স্মরণে আমাদের গ্রাম’র ফ্রি মেডিকেল ক্যাম্প

নন্দীগ্রামে টাকা নিয়ে মাল না দেওয়ার অভিযোগ পপুলার ফার্মাসিউটিক্যালস প্রতিনিধির বিরুদ্ধে 

নন্দীগ্রামে টাকা নিয়ে মাল না দেওয়ার অভিযোগ
  • আপডেট টাইম রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ৫৯
নন্দীগ্রামে টাকা নিয়ে মাল না দেওয়ার অভিযোগ পপুলার ফার্মাসিউটিক্যালস প্রতিনিধির বিরুদ্ধে
নন্দীগ্রামে টাকা নিয়ে মাল না দেওয়ার অভিযোগ পপুলার ফার্মাসিউটিক্যালস প্রতিনিধির বিরুদ্ধে

নাজমুল হুদা নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার নন্দীগ্রামে পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের বিক্রয় প্রতিনিধি ইখতেয়ার আলম তুষার বিরুদ্ধে নগদ টাকা নিয়ে মাল (ঔষধ) না দেওয়ার অভিযোগ করেছেন এক ঔষধ ব্যবসায়ী। 

 

উপজেলার ভাটরা ইউনিয়নের পন্ডিতপুকুর বাজারে বিপি ডেইরি, ফিশারিজ এন্ড ভেটেরিনারি মেডিসিন কর্ণারের স্বত্বাধিকারী বেলাল উদ্দিন সরদার এ অভিযোগ করেন। তিনি বলেন, পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড সাথে আমার দীর্ঘ দিনের ব্যাবসা। পপুলার ফার্মাসিউটিক্যালসের এই উপজেরার প্রতিনিধি তুষার আমাকে বলে ভাই ৫ লাখ টাকার মাল বিক্রি করলে ২০ হাজার টাকা ইনসেন্টিভ পাবেন। আমি ৫ লাখ টাকা মাল কিনে ৬ মাস আগে বিক্রি করেছি। এখনো ২০ হাজার টাকা পাইনি।

এছাড়া অন্য দোকানে মাল লাগবে বলে আমার কাছে থেকে ৩৩ হাজার ৬৬৬ টাকার ওষুধ নিয়ে যায়। সে বলে ভাই মাল অথবা টাকা আপনাকে দিবনি। ৬ মাস চলে গেলেও সে মালও দেয় না আবার ইনসেন্টিভের ২০ হাজার টাকাও দেয় না। এখন আর তুষার ফোন ধরে না ম্যানেজারও ফোন ধরছে না। এ বাজারে কোম্পানির লোক আসাই বাদ দিয়েছে। এ বিষয়ে জানার জন্য ফোনে ইখতেয়ার আলম তুষারের সাথে যোগাযোগের চেষ্টা করলে সে ফোন রিসিভ করেনি।

পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের বগুড়া এরিয়ার ম্যানেজার বখতিয়ার হোসেন বলেন, শুধু বেলাল ভাইয়ের টাকা না। তুষার কোম্পানির টাকা ও আমার ব্যক্তিগত টাকা নিয়ে পালিয়েছিলো। এখন তার সাথে আমাদের কথা হয়েছে। এ মাসের শেষে সে সব টাকা দিয়ে দিবে ।

বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি পন্ডিত পুকুর বাজার শাখার সভাপতি আব্দুল জলিল লিটন বলেন, বেলাল ভাইয়ের অভিযোগে আমরা বসেছিলাম। কোম্পানির ম্যানেজার সেখানে বলেছে ১০ আগস্টের মধ্যে তাকে টাকা দিয়ে দিবে। শুনছি এখনো টাকা দেয়নি। পপুলার ফার্মাসিউটিক্যালস একটা ভালো কোম্পানি তারা যদি এমন করে?দেখি এখন কি করা যায়।

 

 

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com