ঢাকার গাজীপুরে দেড় কোটি টাকার হেরোইনসহ দুইজন মাদককারবারীকে গ্রেপ্তার করেছেন পুলিশ।
রবিবার সাংবাদিক সম্মেলন করে এসব তথ্য জানান গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (অপরাধ, উত্তর) খাইরুল আলম।
তিনি বলেন, গ্রেপ্তার হওয়াদের মধ্যে রয়েছেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার বালুগ্রাম (তেকোনা) গ্রামের আল আমিনের ছেলে ফাহাদ হোসেন (২৭) এবং একই জেলার বালুগ্রাম (মানপুর) গ্রামের সেমাজুল ইসলামের ছেলে সাফাত হোসেন (২০)।
পুলিশ কর্মকর্তা বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার সদর থানার পুলিশ টিম নগরের লক্ষ্মীপুরা এলাকার বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গেটের সামনে পাকা রাস্তায় অবস্থান নেয়। এসময় একটি ট্রাকের গতিবিধি সন্দেহ হওয়ায় পুলিশ ট্রাক থামিয়ে জিজ্ঞাসাবাদ করে।
ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ট্রাকের চালক ও হেলপার ট্রাকে হেরোইন আছে বলে স্বীকার করেন। পরে ড্রাইভারের সিটের পিছনে বিশেষ কায়দায় রাখা ১৪টি পলিথিন প্যাকেট থেকে এক কেজি ৪৫৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
একাত্তরের দেশ