বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম
বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থার মাধ্যমে নিরাপদ পানি নিশ্চিতকরণ প্রকল্পের শিখন অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত মোংলায় ৪০টি গীর্জায় উদযাপিত হচ্ছে শুভ বড়দিন বাগেরহাটের রামপালে ইউপি চেয়ারম্যান নাসির উদ্দীন বরখাস্ত ‎আগামীর বাংলাদেশ হবে সাম্যের ‎-জামায়াত আমীর ডা. শফিকুর রহমান দুপচাঁচিয়ায় সাকিবকে মারপিটের ঘটনায় মানববন্ধন কর্মসূচী পালিত দুপচাঁচিয়ায় ওএমএস ডিলার নিয়োগে লটারী অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই রাখাল নিহত গাইবান্ধার কামারজানিতে বালু মহাল ঘোষণার প্রতিবাদে মানববন্ধন ফুলবাড়ীতে তন্ত্র-মন্ত্রের খেলা ‘পাতা খেলা’ অনুষ্ঠিত বাগেরহাটে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির নামে লটারি পদ্ধতি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

মেসির মাঠে ফেরা নিয়ে যা জানালেন মায়ামি কোচ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট টাইম শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ১০০
মেসির মাঠে ফেরা নিয়ে যা জানালেন মায়ামি কোচ
মেসির মাঠে ফেরা নিয়ে যা জানালেন মায়ামি কোচ

সবশেষ কোপা আমেরিকার ফাইনালে মেসিকে ছাড়ায় শিরোপা নিশ্চিত করছিল আর্জেন্টিনা। কারণ, চোট পেয়ে আগেই মাঠে ছেড়েছিলেন তিনি। মেসিকে ছাড়া আর্জেন্টিনা শিরোপা জিতলেও, লিগস কাপের দ্বিতীয় রাউন্ড থেকে বাদ পড়েছে তার দল ইন্টার মায়ামি। তবে এখনও জানা যায়নি ঠিক কবে মাঠে ফিরবেন এই আর্জেন্টাইন সুপারস্টার।

গত বুধবার মেসিকে ছাড়া লিগস কাপে খেলতে নেমে কলম্বাস ক্রুর কাছে হেরে বিদায় নিতে হয়েছে মায়ামিকে। শেষ ষোলোর ম্যাচে মায়ামিকে ৩-২ গোলের ব্যবধানে হারিয়েছে কলম্বাস।
তবে মেসির মাঠে ফেরা নিয়ে মুখ খুললেন মায়ামি কোচ জেরার্দো মার্তিনো। তিনি বলেন, লিওর উন্নতি প্রত্যাশা অনুযায়ী হচ্ছে। কিন্তু কখন সে দলের সঙ্গে যোগ দেবে, তা এখনই নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। সে আলাদাভাবে কাজ চালিয়ে যাচ্ছে। অপরদিকে মেসির ফেরা নিয়ে এক পডকাস্টে কথা বলতে গিয়ে মেসিকে নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন মায়ামি হেরাল্ডের প্রতিবেদক মিশেলে কাউফম্যান। তার ভাষ্য, এক সপ্তাহ পর, ২৪ তারিখ তারা পরের ম্যাচটি খেলবে। কিন্তু মেসি এখনও মাঠে আসেনি। এখনও সে নিজে নিজে জিমে কাজ করে যাচ্ছে।

এর আগে কোচ মার্তিনো বলেছিল আগস্ট শেষ হওয়ার আগেই তারা মেসিকে স্কোয়াডে পাবে। কিন্তু কলম্বাস ম্যাচের আগের দিন তার কথা বদলে যায়। কলম্বাস ম্যাচের আগের মার্তিনো জানিয়েছিলেন, মেসির ফেরার তারিখ আমরা বলতে পারছি না। কোচের এই কথার পরিবর্তন নেতিবাচক হিসেবে দেখছেন কাউফম্যান।

উল্লেখ্য, গত মৌসুমে মেসির হাত ধরে নিজেদের ইতিহাসে প্রথম লিগস কাপ শিরোপা ঘরে তুলেছিল ইন্টার মায়ামি। এই মৌসুমে সেই শিরোপা ধরে রাখতে মেসির ওপরই নির্ভর করছিল দলটি। তবে আসরের দ্বিতীয় রাউন্ডেই সেই স্বপ্ন ভেস্তে যায়।

 

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com