বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ পদত্যাগ করেছেন।
বুধবার (১৪ আগস্ট) বিকেলে তথ্য সচিব বরাবর পাঠানো পদত্যাগপত্রে শারীরিক অসুস্থতার কথা জানান তিনি।
এর আগে বৈষম্য ও দুর্নীতির অভিযোগ তুলে বিটিআরসি চেয়াম্যানের পদত্যাগ দাবিতে একদল কর্মকর্তা-কর্মচারী বিক্ষোভ করেন।
একইসঙ্গে চেয়ারম্যানের অনিয়ম-দুর্নীতির সহযোগী প্রশাসন বিভাগের উপপরিচালক ও একান্ত সচিব মো. আমজাদ হোসেন নিপু, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন বিভাগের উপপরিচালক মাহদী আহমদেরও বিচার দাবি করেন তারা।