বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থার মাধ্যমে নিরাপদ পানি নিশ্চিতকরণ প্রকল্পের শিখন অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত মোংলায় ৪০টি গীর্জায় উদযাপিত হচ্ছে শুভ বড়দিন বাগেরহাটের রামপালে ইউপি চেয়ারম্যান নাসির উদ্দীন বরখাস্ত ‎আগামীর বাংলাদেশ হবে সাম্যের ‎-জামায়াত আমীর ডা. শফিকুর রহমান দুপচাঁচিয়ায় সাকিবকে মারপিটের ঘটনায় মানববন্ধন কর্মসূচী পালিত দুপচাঁচিয়ায় ওএমএস ডিলার নিয়োগে লটারী অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই রাখাল নিহত গাইবান্ধার কামারজানিতে বালু মহাল ঘোষণার প্রতিবাদে মানববন্ধন ফুলবাড়ীতে তন্ত্র-মন্ত্রের খেলা ‘পাতা খেলা’ অনুষ্ঠিত বাগেরহাটে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির নামে লটারি পদ্ধতি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরে শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ, আটক ৬

মফস্বল ডেস্ক
  • আপডেট টাইম বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ১৪৬
যশোরে শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ, আটক ৬
যশোরে শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ, আটক ৬

যশোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। সেখান থেকে অন্তত ছয় শিক্ষার্থীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদও করছে তারা।

বুধবার (৩১ জুলাই) দুপুর ১২টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এবং শহরের ধর্মতলায় এ ঘটনা ঘটে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালনের অংশ হিসেবে সকাল থেকে যশোর শহরের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন। একপর্যায়ে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীরা একত্রিত হয়ে যশোর পৌরসভার সামনে জড়ো হন। এ সময় মিছিলের চেষ্টা করলে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

এরপর শহরের ইদগাহ মোড় থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে পুলিশ সুপারের কার্যালয়ের দিকে অগ্রসর হতে থাকে। এ সময় পুলিশ এক দফা বাধা দিলে আন্দোলনকারী শিক্ষার্থীরা পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল নিয়ে পুনরায় অগ্রসর হতে থাকে। এরপর পুলিশ সুপারের কার্যালয়ের সামনে চার রাস্তার মোড়ে মিছিলটি পৌঁছালে পুলিশের একাধিক কর্মকর্তাসহ, পুলিশ সদস্য ও ডিবি পুলিশের সদস্যরা শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এর আগে শহরের ঈদগাহ মোড় এলাকা থেকে রনি, আকাশ, রানা, তৌহিদুল, রিয়াজ ও ইব্রাহিম নামে ছয় শিক্ষার্থীকে পুলিশ আটক করেছে বলে শিক্ষার্থীরা জানান।

এদিকে পুলিশের লাঠিচার্জের ঘটনায় প্রায় ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। এদের মধ্যে দুজন বেশি জখম হয়েছেন। তাদের অনেকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন আবার অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে আতঙ্কে বাড়িতে চলে গেছেন।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আন্দোলনকারী এক ছাত্রী বলেন, বিগত আন্দোলনের দিনগুলোতে সারাদেশে শিক্ষার্থীদের ওপর পুলিশ হামলা করলেও যশোরের পুলিশ ভাইয়েরা আমাদের কোনো বাধা দেয়নি, বরং আমাদের আন্দোলনকে শান্তিপূর্ণভাবে সহোযোগিতা করেছে। আজকে আমরা আন্দোলনে আসার সময় পুলিশ ভাইদের জন্য ফুল নিয়ে আসি। তাদেরকে ফুল দেওয়ার চেষ্টা করি কিন্তু তারা আমাদের ফুলও নেয়নি। আজ তাদের আচরণের মতো ফুলগুলোও মরে গেছে। আমরা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে যাচ্ছিলাম। আমাদের হাতে একটি লাঠিসোঁটাও ছিল না। পুলিশ আমাদের মিছিলে বাধা দেয় একপর্যায়ে পুরুষ পুলিশ সদস্যরা আমাদের ওপর লাঠিচার্জ করে। সেখানে কোনো নারী পুলিশ সদস্য ছিল না। পুরুষ পুলিশ সদস্যরা আমাদের ছাত্রীদের ওপর হামলা চালিয়েছে।

সাধারণ শিক্ষার্থীরা অভিযোগ করেন , তাদের আন্দোলকারীদের মধ্যে থেকে কয়েকজনকে পুলিশ তুলে নিয়ে গেছে। এছাড়া পুলিশের লাঠিচার্জে প্রায় ১০ জন ছাত্র-ছাত্রী আহত হয়েছেন।
যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্য থেকে কাউকে আটক করা হয়নি। শহরের পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

 

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com