বগুড়ার আদমদীঘি উপজেলার দলিল লেখক সমিতির নেতাদের সাথে নতুন যোগদানকারি সাব রেজিষ্ট্রারের অশোভন আচরণের অভিযোগে সাব রেজিষ্ট্রী মুদাচ্ছির হাসানের প্রত্যাহারের দাবিতে আদমদীঘি দলিল লেখক সমিতির টানা দুই দিন ধরে কর্মবিরতি চলছে। গতকাল বৃহস্পতিবর (১০ জুলাই) দলিল লেখক সমিতির কার্যালয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। গত দুই দিন দলির রেজিষ্ট্রি না হওয়ায় সরকার হারাচ্ছে কোটি টাকার রাজস্ব।
সভায় দলিল লেখক সমিতির সভাপতি আইয়ুব হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, দলিল লেখক সমিতির সহ-সভাপতি আলেফ উদ্দীন, সাধারন সম্পাদক আনোয়ার হোসাইন, সহ সম্পাদক আখতারুজ্জাস রতন, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান, কোষাধক্ষ আব্দুস ছালাম, দলিল লেখক হাসানুর রহমান, রুহুল আমিন, আব্দুল কুদ্দুস, আতোয়ার রহমান, রনজিত পাল, জাকির হোসেন. তোফাজ্জল হোসেন,আব্দুল মামুন প্রমুখ।
সভায় বক্তরা বলেন, দলিল লেখক সমিতির নেতাদের সাথে অশোভন আচরণ করায় সাবরেজিষ্ট্রিকারের প্রত্যাহারের জোড় দাবি জানায়।
গত রোববার (৭ জুলাই) আদমদীঘি উপজেলায় সাব রেজিষ্ট্রার হিসাবে মুদাচ্ছির হাসান যোগদান করেন। তিনি যোগদান করার পরদিন সোমবার তার সাথে দলিল লেখকদের মতবিনিময়ের জন্য দিন ধার্য করে নোটিশ দেন।
কিন্তু সাব রেজিষ্ট্রারের দেয়া সময় মতে দলিল লেখক সমিতির নেতৃবর্গ অফিসে উপস্থিত হতে পারেননি। পরদিন মঙ্গলবার (৯ জুলাই) সকালে দলিল লেখকরা নতুন সাব রেজিষ্ট্রারের সাথে সাক্ষাৎ করতে অফিস গেলে তিনি ক্ষিপ্ত হন, কেন তার দেয়া সময় ও দিনে আসেননি এ বিষয়ে। এ নিয়ে সভাপতিকে অকথ্য ভাষায় কথাবর্তা বলা, অসৌজন্য আচরণ করে দলিল লেখকদের লাইসেন্স বাতিলসহ নানা হুমকি দেন।
এ নিয়ে সাব রেজিষ্ট্রারের সাথে দলিল লেখকদের বাকবিতন্ডার পর দলিল লেখকরা অফিস ত্যাগ করে চলে আসেন। এদিকে সাব রেজিষ্ট্রার দলিল লেখকদে সাথে অশোভন আচরন ও তাদের লাইসেন্স বাতিল করার হুমকি দেয়ায় দলিল লেখক সমিতির সিদ্ধান্ত অনুযায়ী তারা বুধবার ও বৃহস্পতিবার কর্মবিরতি পালন করেন। এদিকে দুই দলিল রেজিষ্ট্রি না হওয়ায় কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার অপরদিকে জনদূভোগে পড়েছেন শত শত জমির মালিক।
আদমদীঘি উপজেলায় সাব রেজিষ্ট্রার হিসাবে নতুন যোগদানকারি সাব রেজিষ্ট্রার মুদাচ্ছির হাসান বলেন, দলিল লেখকদের সাথে তার মতবিনিময়ের জন্য ডাকা হয়েছিল। তাদের সাথে কোন অসৌজন্য আচরণ কিংবা হুমকি দেয়া হয়নি। তারাই দলিল রেজিষ্ট্রী করতে আসেননি।