বগুড়ায় বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো সাত জন।
আজ মঙ্গলবার (৯ জুলাই) ভোররাত সাড়ে ৩টার দিকে জেলার শাজাহানপুর উপজেলার বনানী শাহ সুলতান ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সিরাজগঞ্জের কাজিপুর এলাকার মো. জামাল হোসেন (৪৫), কাভার্ড ভ্যানের চালক বরিশালের হিজলা উপজেলার টুং চর এলাকার মো. হৃদয় (৩০), আনুমানিক ৪৫ বছর বয়সী অজ্ঞাত নারী, মো. শামীম হোসেন (৪০)।
জানা যায়, মঙ্গলবার ভোররাত সাড়ে ৩টার দিকে ঢাকা থেকে নওগাঁগামী শাহ ফতেহ আলী পরিবহনের একটি বাস শাজাহানপুরের বনানী এলাকায় শাহ সুলতান ফিলিং স্টেশনের সামনে বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কার্ভার্ডভ্যানের চালক হৃদয় ও অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়। পরে আহতের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে শামীম ও চিকিৎসাধীন অবস্থায় জামাল হোসেন মারা যান।
বগুড়া ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পাই রাত আড়াইটার দিকে। ঘটনাস্থলে গিয়ে আমরা কাভার্ড ভ্যানের চালকসহ দুই জনকে মৃত অবস্থায় উদ্ধার করি। শাহ ফতেহ আলী বাসের চার জনকে যাত্রীকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এছাড়া আহত কিছু যাত্রী ওই হাসপাতালে ভর্তি হন।
দুর্ঘটনার কারণ জানতে চাইলে শহিদুল ইসলাম বলেন, কাভার্ড ভ্যানটি তার লেন থেকে সরে এসে রাস্তার মাঝখানে চলে আসে। অপরদিকে বাসটিও তার লেন থেকে রাস্তার মাঝখানে চলে আসার ফলে এই দুর্ঘটনা ঘটেছে বলে বাসের যাত্রীরা আমাদের জানিয়েছেন।
কুন্দারহাট হাইওয়ে পুলিশ থানার অফিসার ইনচার্জ আব্বাস আলী বলেন, বাস ও কাভার্ডভ্যানটি পুলিশের হেফাজতে আছে।