উপজেলা পর্যায়ে তামাক নিয়ন্ত্রন আইন বাস্তবায়নে উপজেলা ট্রাস্কফোর্স কমিটির সদস্য ও কতৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রন আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ২০জুন বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ চলাকালে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি, সহকারী কমিশনার(ভূমি) লিজা আক্তার বিথী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামসুন্নাহার, থানার অফিসার ইনচার্জ সনাতন চন্দ্র সরকার প্রমুখ। এ প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বীরমুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। দিনব্যাপী এ প্রশিক্ষণে ৩০জন অংশগ্রহণ করেন।