গত ১৯ জুন বুধবার দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বগুড়া জিলা স্কুলে এসএসসি ২০০৪ ব্যাচ প্রজন্ম-৪ এর ২০ বছর পূর্তি উৎসব পালন করা হয়।
স্মৃতিকাতর এই দিনে সবাই হারিয়ে যান সেই সুদূর অতীতে। দিনের শুরুতে এ্যাসেম্বিলী, আনন্দ র্যালী, শিক্ষক সন্মাননা, স্মৃতিচারণ, খেলাধুলা ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান এর মধ্যে দিয়ে আনন্দঘন একটি দিন কাটান স্কুলের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে সন্মানিত অতিথি ছিলেন বগুড়া জেলা শিক্ষা অফিসার মো: হজরত আলী, বগুড়া জিলা স্কুলের প্রধান শিক্ষক শ্যামপদ মুস্তাফি, সহকারী প্রধান শিক্ষক ড্যানিয়েল তাহের, সাবেক শিক্ষক মহীউদ্দীন টুটুল, আনোয়ারুল ইসলাম।
অতিথিবৃন্দ স্কুলের প্রাক্তন ছাত্রদের নানা দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং তাঁদের দোয়া ও আশীর্বাদে ছাত্রদের ধন্য করেন।
রাতে প্রজন্ম-৪ ব্যাচের পক্ষ থেকে হোটেল নাজ গার্ডেনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রান্ড ডিনার অনুষ্ঠিত হয়।