বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থার মাধ্যমে নিরাপদ পানি নিশ্চিতকরণ প্রকল্পের শিখন অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত মোংলায় ৪০টি গীর্জায় উদযাপিত হচ্ছে শুভ বড়দিন বাগেরহাটের রামপালে ইউপি চেয়ারম্যান নাসির উদ্দীন বরখাস্ত ‎আগামীর বাংলাদেশ হবে সাম্যের ‎-জামায়াত আমীর ডা. শফিকুর রহমান দুপচাঁচিয়ায় সাকিবকে মারপিটের ঘটনায় মানববন্ধন কর্মসূচী পালিত দুপচাঁচিয়ায় ওএমএস ডিলার নিয়োগে লটারী অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই রাখাল নিহত গাইবান্ধার কামারজানিতে বালু মহাল ঘোষণার প্রতিবাদে মানববন্ধন ফুলবাড়ীতে তন্ত্র-মন্ত্রের খেলা ‘পাতা খেলা’ অনুষ্ঠিত বাগেরহাটে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির নামে লটারি পদ্ধতি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

ইদ উপহার পেলো নওগাঁর হিজড়ারা

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি
  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ১২৪
ইদ উপহার পেলো নওগাঁর হিজড়ারা
ইদ উপহার পেলো নওগাঁর হিজড়ারা

নওগাঁয় পূর্ব ঘোষণা মোতাবেক হিজড়াদের মাঝে ইদ উপহার প্রদান করেছেন সরকারী বসির উদ্দিন কো-অপারেটিভ মহিলা কলেজ (বিএমসি) নওগাঁর অধ্যক্ষ সামছুল হক। আজ মঙ্গলবার (১১ জুন) দুপুরে কলেজ প্রাঙ্গনে অধ্যক্ষের কার্যালয়ে অধ্যক্ষ সামছুল হক নওগাঁর হিজড়া সম্প্রদায়ের নেতার হাতে ইদ উপহার হিসেবে নগদ বিশ হাজার টাকা তুলে দেন। এমন অনন্য ভালোবাসা প্রদান করায় নওগাঁর হিজড়া সম্প্রদায়ের পক্ষ থেকে অধ্যক্ষ সামছুল হক স্যারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।

আসন্ন ইদুল আযাহায় কোরবানীর পশু কিনে কোরবানী জবাই করার মধ্যদিয়ে নিজেদের মাঝে ইদের আনন্দ ভাগাভাগি করে নিতেই মূলত হিজড়াদের এমন উপহার প্রদান করা হয়েছে বলে জানান অধ্যক্ষ সামছুল হক। তিনি বলেন, যে আমরা সমাজের মূলধারার মানুষরা এই হিজড়াদের ঘৃর্ণা আর অবহেলার দৃষ্টিতে দেখি কিন্তু এরাও মহান আল্লাহর সৃষ্টি। পৃথিবীর সবকিছুতে এদেরও সমান অধিকার আছে। তাই এই সম্প্রদায়ের মানুষগুলোকে ঘৃর্ণা আর অবহেলা নয় ভালোবাসার দৃষ্টিতে দেখা উচিত। আর এমন ভাবনা থেকেই সম্পন্ন নিজের অর্থায়নে এই মানুষগুলোর মাঝে ইদের কিছুটা আনন্দ পৌঁছে দিতেই মূলত এমন উদ্যোগ গ্রহণ করা। আগামীতেও এমন উদ্যোগ এই মানুষগুলোর জন্য অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন তিনি ।

এসময় বাঁচার আশা সাংস্কৃতিক সংগঠন, নওহাঁটা, পবা, রাজশাহীর সভাপতি মোস্তফা সরকার বিজলী, প্রকল্প সমন্বয়কারী আখতারুজ্জামান, জেলার প্যারালিগ্যাল মোহাম্মদ আবির হোসেন, মুনিরা হিজড়া প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com