শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৩৯ অপরাহ্ন

চালক ঘুমিয়ে যাওয়ায় বাস খাদে পড়ে পাকিস্তানে নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট টাইম শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫
চালক ঘুমিয়ে যাওয়ায় বাস খাদে পড়ে পাকিস্তানে নিহত ৮
চালক ঘুমিয়ে যাওয়ায় বাস খাদে পড়ে পাকিস্তানে নিহত ৮

পাকিস্তানের কাসুর জেলার রাভিনে যাত্রীবাস খাদে পড়ে আটজন নিহত ও দুজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে জিও নিউজ।

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, চালক এক পর্যায়ে ঘুমিয়ে পড়লে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে গেলে এ ঘটনা ঘটে। এতে নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতাল সূত্র জানিয়েছে, আহত দু’জনের অবস্থা গুরুতর। জিও নিউজকে পুলিশ জানিয়েছে, কি কারণে এ দুর্ঘটনা ঘটেছে তার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

 

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com