বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম
সান্তাহারে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত আদমদীঘিতে মাদক সেবনের অপরাধে ছয় মাদকসেবীর জেল-জরিমানা দুপচাঁচিয়ায় পারভিন সমাজ কল্যাণ সংস্থা সদস্যদের কোটি টাকা নিয়ে উধাও ১৫ জানুয়ারির মধ্যে প্রকাশ হচ্ছে না গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র আগামী মাসের মধ্যে পাঠ্যপুস্তক সবাই হাতে পাবে : প্রেস সচিব ফুলবাড়ী দাদুল কমিউনিটি ক্লিনিক ৩ মাস যাবৎ বন্ধ, ভোগান্তিতে এলাকাবাসী ভারতে মন্দিরের টিকিট সংগ্রহ করতে গিয়ে পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু মেক্সিকোতে ভাঙা হলো নেতানিয়াহুর মোমের মূর্তি চীনে এমপক্স ভাইরাসের নতুন স্ট্রেন শনাক্ত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে মধ্যপ্রাচ্য পরিস্থিতি: ট্রাম্প

সুঘাট ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র ৫ বছরেও চালু হয়নি

জাহিদুল ইসলাম শেরপুর( বগুড়া) প্রতিনিধি
  • আপডেট টাইম বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫

শেরপুরে ৩০ গ্রামের নারী ও শিশুরা স্বাস্থ্যসেবা বঞ্চিত
জাহিদুল ইসলাম, শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
চিকিৎসা সেবা মানুষের দ্বার-প্রান্তে পৌঁছে দিতে প্রায় সাত কোটি টাকা ব্যয়ে অবকাঠামো নির্মিত করা হয় বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নে সুঘাট ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র। সেখানে আশপাশের ৩০ গ্রামের নারী ও শিশুরা কাক্সিক্ষত জরুরী স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে।
জানা গেছে, জয়লা জুয়ান গ্রামে স্বাস্থ্য বিভাগের ৯১ শতাংশ জমিতে ২০১৯ সালে প্রায় সাত কোটি টাকা ব্যয়ে তিনতলা মূল ভবন সুঘাট ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি নির্মিত হয়। এখানে ১০টি শয্যাসহ অন্যান্য সরঞ্জামাদি থাকলেও আজও সয়ংসম্পূর্ণভাবে চালু হয়নি। যার ফলে আশপাশের ৩০ গ্রামের নারী, শিশু, কিশোর ও কিশোরীরা কাংখিত জরুরী স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। সেখানে নেই কোন মেডিকেল অফিসার ও পরিবার কল্যান পরিদর্শিকা। ২জন মেডিকেল অফিসার ও ৪জন পরিবার কল্যান পরিদর্শিকা থাকার কথা থাকলেও বর্তমানে সংযুক্তিতে আছেন ১ জন পরিবার কল্যান পরিদর্শিকা, ধুনট থেকে ১ জন নার্স। এ ছাড়াও মেডিকেল টেকনোলজিষ্ট, ফার্মাসিস্ট, পরিছন্ন কর্মি, আয়া এবং আউট সোর্সিং থেকে ৪ জন সহ মোট ৯জন কর্মরত রয়েছেন।
জয়লা গ্রামের হামিদ পলাশ, রুবেল ও উপজেলার গুয়াগাছি গ্রামের হায়দার আলী, আল মামুন জানান, জহুরুল ইসলাম জানান, ওই জায়গায় বহু আগে নির্মিত ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র ছিল। সেটি ভেঙ্গে নতুন হাসপাতাল করায় আমরা অনেক খুশি হয়েছিলাম। ৫ বছরেও এটি পরিপূর্ণভাবে চালু হয়নি। স্বপ্ল পরিসরে কয়েকজন স্টাফ দিয়ে সীমিত আকারে সেবা দিচ্ছে অধিকাংশ মানুষ জানে না। কেন্দ্রটি দ্রুত চালু করতে পারলে আমারা তৃনমূল থেকেই আমরা কাঙ্খিত সেবা নিতে পারব। মা ও শিশু কল্যানটির চালু না হওয়াতে আমাদের ১৫ কিলোমিটার দূরে শহরেই যেতে হচ্ছে।
দায়িত্বরত পরিবার কল্যান পরিদর্শিকা (এফ.ডাব্লিউ.ভি) মামবুবা খানম জানান, মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি এখনও চালু হয়নি। আমরা নিয়মিত এখান থেকে আগতদের পরামর্শ ও ওষুধপত্র বিতরণ করছি। এটি চালু হলে গর্ভবতী নারী, প্রসবকালীন সেবা, প্রসূতি নারী ও নবজাতকসহ ১৫ বছরের কম বয়সী কন্যা শিশুরা বিনামূল্যে সেবা পাবে। পরিপূর্নভাবে চালু করার জন্য আমরা উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি। বর্তমানে মাসে ২-৩টি করে ডেলিভারি করানো হচ্ছে।
এ ব্যাপারে শেরপুর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের মেডিক্যাল অফিসার ডা. সুমাইয়া আক্তার জানান, সুঘাট ইউনিয়ন ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি গ্রামের মানুষেরা স্বাভাবিক প্রসব থেকে শুরু করে সিজারিয়ান অপারেশনসহ মা ও শিশুর নানাবিধ প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পাওয়ার কথা। কিন্তু জনবল সংকট।
বর্তমানে ৯ জন স্টাফ দিয়ে কেন্দ্রটি পরিচানা করা হচ্ছে। যে পরিকল্পনা নিয়ে স্থাপন করা হয়েছে সেভাবে এখনও উদ্বোধন ও কার্যক্রম চালু হয়নি।
এ ব্যাপারে শেরপুর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার আব্দুল আলিম, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি নির্মাণ করে ২০১৯ সালের ২৬ জুন বগুড়া পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালককে হস্তান্তর করেছেন। কেন্দ্রটির দৃষ্টিনন্দন দুটি ভবন নির্মিত হয়েছে। যন্ত্রপাতিও অনেকটা আছে। কিন্তু জনবল নিয়োগ না হওয়ায় কেন্দ্রটি চালু হচ্ছে না। ভবনটি যেন নষ্ট না হয়। যে কয়জন আছেন তাদের দিয়ে প্রাথমিকভাবে জনসেবা দেওয়া হচ্ছে।
শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক খান জানান, বিষয়টি আমার জানা নেই। তবে জনকল্যানের স্বার্থে দ্রুত মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি চালুর ব্যাপারে আমি প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com