বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম
সান্তাহারে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত আদমদীঘিতে মাদক সেবনের অপরাধে ছয় মাদকসেবীর জেল-জরিমানা দুপচাঁচিয়ায় পারভিন সমাজ কল্যাণ সংস্থা সদস্যদের কোটি টাকা নিয়ে উধাও ১৫ জানুয়ারির মধ্যে প্রকাশ হচ্ছে না গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র আগামী মাসের মধ্যে পাঠ্যপুস্তক সবাই হাতে পাবে : প্রেস সচিব ফুলবাড়ী দাদুল কমিউনিটি ক্লিনিক ৩ মাস যাবৎ বন্ধ, ভোগান্তিতে এলাকাবাসী ভারতে মন্দিরের টিকিট সংগ্রহ করতে গিয়ে পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু মেক্সিকোতে ভাঙা হলো নেতানিয়াহুর মোমের মূর্তি চীনে এমপক্স ভাইরাসের নতুন স্ট্রেন শনাক্ত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে মধ্যপ্রাচ্য পরিস্থিতি: ট্রাম্প

পীরগঞ্জে সরকারী জমি দখল শিক্ষক সহ ৩ জনকে জেল-জরিমানা

বিষ্ণুপদ রায় পীরগঞ্জ,ঠাকুরগাঁও
  • আপডেট টাইম বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫

 

 

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সরকারি জমি দখল করার অপরাধে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারি শিক্ষক সহ ৩ জনকে ১৫ দিন করে বিনাশ্রম জেল ও পাঁচশ টাকা করে জরিমানা ও অনাদায়ে আরো তিনদিনের বিনাশ্রম কারা দন্ডের আদেশ দেন।

 

বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট রমিজ আলম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের এ দন্ডাদেশ দেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, রামদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও ভবানীপুর গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে নওসাদ আলম (৪১) ওরফে লিয়ন, একই গ্রামে আবুল কাশেমের ছেলে আক্তার আলম (৩৫) এবং কোষাবন্দরপাড়া গ্রামের মফিজ উদ্দিন ছেলে মানিক (৪৩)। থানা পুলিশের মাধ্যমে তাদের ঠাকুরগাঁও জেল হাজতে পাঠানো হয়েছে।

 

উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম জানান, উপজেলার কোষারাণীগঞ্জ ইউনিয়নের সতীর ঘাট শ্মশান কালী মন্দি এলাকায় অবৈধ ভাবে সরকারী জমি দখল করার অপরাধে ভূমি অপরাধ ও প্রতিকার আইন ২০২৩ এর ১১ ধারার বিধান মতে তাদের জেল ও জরিমানা করা হয়েছে।

 

সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের জেল জরিমানা বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার হাবিবুল ইসলাম জানান, বিষয়টি তিনি শুনেছেন। তথ্য উপাত্ত সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য কতৃপক্ষের কাছে সুপারিশ করবেন।

 

 

 

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com