বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৪:৪৪ অপরাহ্ন

সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে সর্বদা প্রস্তুত থাকার নির্দেশ প্রধান উপদেষ্টার

একাত্তরের দেশ ডেস্ক
  • আপডেট টাইম রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫
সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে সর্বদা প্রস্তুত থাকার নির্দেশ প্রধান উপদেষ্টার
সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে সর্বদা প্রস্তুত থাকার নির্দেশ প্রধান উপদেষ্টার

দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে সর্বদা প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (৫ ডিসেম্বর) দুপুরে রাজবাড়ীতে সেনাবাহিনীর শীতকালীন মহড়া শেষে দেয়া বক্তব্যে এই নির্দেশনা দেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, যে খেলোয়াড় যত পরিশ্রম করে বা প্রস্তুতি নেয় খেলায় বিজয়ী হওয়ার সম্ভাবনাও তার ততো বেশি। যুদ্ধের ক্ষেত্রেও তাই। বাংলাদেশ সেনাবাহিনীর যুদ্ধ কৌশল ও দক্ষতা প্রশংসনীয়।

ড. ইউনূস বলেন, বাংলাদেশ সেনাবাহিনী জাতির অহংকার ও বিশ্বাসের জায়গা। তাই দেশের যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনীর বাস্তবসম্মত প্রশিক্ষণ চালিয়ে যেতে হবে।

মহড়া পরিদর্শনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে ছিলেন, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ ৩ বাহিনীর প্রধান। মহড়া শেষে দেয়া ভাষণে বাহিনীর প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন ড. ইউনূস।
সেনাবাহিনীর ৫৫ পদাতিক ব্রিগেড আয়োজিত রাজবাড়ী সামরিক প্রশিক্ষণ এলাকায় ১ ঘণ্টা ধরে চলে শীতকালীন এই মহড়া।

 

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com